ইতিমধ্যে তৈরী হয়েছিল বিতর্ক। সাধারণ প্রথা অনুযায়ী দেশের প্রধানমন্ত্রীদের শেষকৃত্য যেখানে সম্পন্ন হয়, সেখানেই তাঁর স্মৃতি সৌধ তৈরী হয়। কিন্তু প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতি সৌধ তৈরী নিয়ে সৃষ্টি হয়েছিল বিতর্ক। অটল বিহারী বাজপেয়ী সহ প্রাক্তন প্রধানমন্ত্রীদের ক্ষেত্রে যেখানে তাঁদের শেষকৃত্য হয়েছে, সেখানেই গড়ে তোলা হয়েছে স্মৃতিসৌধ। মনমোহনের ক্ষেত্রেও তেমনটাই করার দাবি জানায় কংগ্রেস। শুক্রবার এই নিয়ে তৈরি হয় বিতর্ক। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, স্মৃতিসৌধ তৈরি করা হবে। প্রথমিকভাবে বিতর্কের অবসান ঘটেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী এক বার্তায় বলেন, প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য স্মৃতিসৌধ ও মেমোরিয়াল তৈরী করা হবে।
কংগ্রেসের অনুরোধর পর মন্ত্রিসভার একটি বৈঠক বসে। এরপরই অমিত শাহ মনমোহন সিং-এ পরিবার ও মল্লিকার্জুন খাড়গেকে জানিয়ে দেন সরকারি সৌধ তৈরি করার জন্য জায়গা নির্দিষ্ট করা হবে। তবে জায়গা খুঁজে পাওয়ার আগেই সম্পন্ন হবে শেষকৃত্য। এরপর একটি ট্রাস্ট গঠন করা হবে সৌধ তৈরির জন্য।