Travonews.in

রাজ্য এই মুহূর্তে কোনো ডিএ দেবে না – ক্ষুব্ধ রাজ্য সরকারি কর্মচারীরা

 

অনেকেই আশা করেছিলেন গত বছরের মতো এ বছরও রাজ্য ডিসেম্বরেই অতিরিক্ত ৪ শতাংশ ডি এ ঘোষণা করবে। কিন্তু তা হয় নি। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, ‘এক শ্রেণির কর্মচারী বলে বেড়াচ্ছেন সরকার কিছুতেই ডিএ দেবে না। বলি, আইন-আদালত এবং সংবিধান যদি থেকে থাকে সরকারকে ডিএ দিতেই হবে।’ তিনি বলেন বাজারের মূল্য সুচকের সঙ্গে সংগতি রেখে ডি এ বৃদ্ধি সংবিধান স্বীকৃত। কিন্তু আমাদের রাজ্যের সমস্যা হলো মুখ্যমন্ত্রী না মানেন আইন না মানেন সংবিধা। তিনি বলেন, ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টে বলা আছে, কেন্দ্রীয় হারে ডি এ দিতে হবে। আমাদের দুর্ভাগ্য সরকার কিছুতেই সেই রিপোর্ট প্রকাশ করছেন না।

তিনি আরও বলেন, ‘২০১১ সালে তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে বলা ছিল, ক্ষমতায় এলে, সরকারি কর্মচারীদের দীর্ঘদিন ধরে সহ্য করা বাম বঞ্চনার আশু সমাধান করা হবে।’ মলয় মুখোপাধ্যায়ের কথায়, ‘তৃণমূলের সেই প্রতিশ্রুতি সব উধাও৷ ফলে কেন্দ্র সহ অনান্য অধিকাংশ রাজ্যের বর্তমান মহার্ঘভাতা যেখানে ৫৩ শতাংশ, সেখানে এই রাজ্যে তা ১৪ শতাংশ। এই আবহে আগামী ২০২৫ সালের ৭ জানুয়ারি আমাদের নজর থাকবে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার অগ্রগতির দিকে।’ এখন দেখার সুপ্রিম কোর্ট আবার ‘তারিখ পে তারিখ’ করেন কিনা!

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ