Travo News Reporter

ছট পুজো উপলক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান!

চলতি বছর ছট পুজো উপলক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লেখা গান প্রকাশিত হতে চলেছে। বিহার, উত্তর প্রদেশ সহ দেশের একটি বড় অংশের মানুষের কাছে এই ছট উৎসব অন্যতম জনপ্রিয় পার্বন। ‘পোস্তা বাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের’ জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে এই গানের কথা বলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রীর এই গান ছট উৎসবের সময় শোনা যাবে। গানটি মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজেও আসবে বলে জানিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ”ছট পুজো উপলক্ষ্যে আপনাদের অনেক অনেক শুভকামনা। আমি কাল এর জন্য একটি গানও লিখেছি। এই গানের কথা আমার। যদি ভুল হয়ে থাকে, তাহলে ক্ষমা চাইছি। তবে… এটি করেছি। বানিয়েছি একটি গান ছটি মায়ের জন্য। আপনারা কাল ঘাটে গিয়ে (পুজোর সময়) শুনতে পাবেন, আমাদের পুলিশ এগুলোকে লাগিয়ে দেবে। আমি পেনড্রাইভ দিয়ে দিয়েছি। কাল আমার ফেসবুকে দেখা যাবে।” এদিন বড় বাজার ও পোস্তা বাজারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘’অনেকেই এমন আছেন যাঁরা কাজ ফেলে রাখেন, তবে কিন্তু আমি কাজ ফেলে রাখা পছন্দ করি না। মন থেকে কাজ করার কথা। এখানে আমি ভোটের কথা বলতে আসিনি, যখন প্রয়োজন হয়, তখন তো কাউকে পাননা। কিন্তু আমাদের পাবেন ৩৬৫ দিন কাকের মতো। কোকিল আসবে…কুহু কুহু করে চলে যাবে। কিন্তু কাক রোজ আসবে। তার ডাক পছন্দ নাও হতে পারে। তবে রোজ আসে সে।” সম্প্রীতির বার্তা দিয়ে এদিন তিনি বলেন, ”বাংলা…’ তো পুরো মিনি ইন্ডিয়া। বাংলাকে নিজের ঘর ভাবুন, তাহলেই আপন করতে পারবেন।”

ছট পুজো উপলক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান! Read More »

ফের একবার যাত্রী সুরক্ষা সঙ্কটে

ফের একবার যাত্রী সুরক্ষা সঙ্কটে। ট্রেন যাত্রা এখন যাত্রীদের চরম ও অন্যতম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ট্রেন পরিষেবা বিঘ্নিত হচ্ছে। যার ফলে স্বাভাবিকভাবেই ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের। মঙ্গলবার ওড়িশার ভদ্রকের কাছে একটি দুর্ঘটনা ঘটে। এরপর মহারাষ্ট্রের ঠাণেতে (Thane) বুধবার ট্রেনের একটি ইঞ্জিন কাসারা স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। ঘটনার পরেই কেন্দ্রীয় রেল তরফে জানানো হয় মেল বা এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনে যারা যাতায়াত করছেন, তাঁদের পৌঁছতে দেরি হবে কারণ ট্রেন লেট করবে। যদিও চলতি বছরে দেখা গিয়েছে ট্রান লেট খুব সাধারণ একটা বিষয় হয়ে উঠেছে। কেন্দ্রীয় রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বপ্নিল নীলা এই মর্মে জানান, কাসারা স্টেশন ইয়ার্ডে বেলা ১২টা ২০ নাগাদ ট্রেনের একটি ইঞ্জিন বেলাইন হয়ে যায়। হতাহতর খবর নেই। তবে ঘন ঘন ট্রেন বেলাইন-সহ দুর্ঘটনার খবরের ফলে রীতিমত আতঙ্কিত যাত্রীরা। এই ঘটনার ফলে লোকাল ট্রেন পরিষেবার ক্ষেত্রে কোনও প্রভাব পড়েনি।

ফের একবার যাত্রী সুরক্ষা সঙ্কটে Read More »

ভোট প্রচারে নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে

হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন বাকি উপনির্বাচনে। তাই জয় নিশ্চিত করতে বাড়ি-বাড়ি প্রচার, জনসংযোগ, কর্মিসভা, জনসভা, পথসভা কোনও কিছুতেই খামতি রাখতে চাইছেন না নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে। প্রয়োজনী অনুযায়ী তৈরি হয়েছে প্রচার-পদ্ধতির কর্মসূচি। প্রচারের ক্ষেত্রে মূলত ঘরে ঘরে গিয়ে সরাসরি জনসংযোগ ও পথসভা, র‍্যালিকে গুরুত্ব দিচ্ছেন প্রার্থী সনৎ দে। পাশাপাশি, যে জায়গাগুলিতে সংগঠন তুলনামূলকভাবে দুর্বল, সেখানে জনসংযোগে বেশি জোর দিচ্ছেন তিনি। বুধবার সকাল সাড়ে আটটা থেকে মাঝিপাড়া-পলাশি এলাকায় নির্বাচনী প্রচার শুরু করেন প্রার্থী। মাঝিপাড়ার কালীমন্দির পরিদর্শন করে সেখানে পুজো দেন। এরপর ওই এলাকায় বাড়ি-বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি। প্রচারে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, বিশেষ করে প্রবীণ নাগরিক এবং মহিলাদের সঙ্গে আলাপচারিতার উপর বেশি জোর দেন। সাড়ে বারোটা নাগাদ সোশ্যাল মিডিয়ার কর্মীদের সঙ্গে বৈঠক করেন। সাড়ে তিনটে নাগাদ জেটিয়া এলাকার ঘরে-ঘরে গিয়ে প্রচার সারেন তৃণমূল প্রার্থী সনৎ দে। তারপর হালিসহর চেন গেট থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত বিরাট র‍্যালি হয়। এই র‍্যালিতে প্রার্থী সনৎ দে-এর সঙ্গে ছিলেন সাংসদ-অভিনেত্রী জুন মালিয়া। র‍্যালিতে মানুষের উপস্থিতি ও উৎসাহ তৃণমূল প্রার্থীর নিশ্চিত জয়ের প্রমাণ। বিকেল থেকে রাত পর্যন্ত নোয়াখালি কলোনি, বুডুরিয়া, নান্না, ইন্দিরা কলোনি, ফেরিঘাট, বলাইবাগ ইত্যাদি জায়গায় পথসভা আয়োজিত হয় স্থানীয় তৃণমূল নেতৃত্বের উদ্যোগে। পথসভাগুলিতে বক্তব্য রাখেন সাংসদ পার্থ ভৌমিক, সাংসদ জুন মালিয়া, আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ চক্রবর্তী, নারায়ণ গোস্বামী, সমীর চক্রবর্তী, মদন মিত্র, নির্মল ঘোষ-সহ অন্যরা।

ভোট প্রচারে নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে Read More »

হাওড়া ডিভিশনের মেন শাখায় হাওড়া থেকে ব্যান্ডেল অবধি রেলযাত্রীদের সুবিধার জন্য স্পেশাল ট্রেন চালানো হবে

আজ থেকে পুজো শুরু চন্দননগরে। ফলে হাওড়া ডিভিশনের মেন শাখায় হাওড়া থেকে ব্যান্ডেল অবধি রেলযাত্রীদের সুবিধার জন্য স্পেশাল ট্রেন চালানো হবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত হাওড়া ডিভিশনে প্রতি দিন পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। কর্তৃপক্ষ জানিয়েছেন, হাওড়া-ব্যান্ডেল শাখায় প্রতি দিন আপ-ডাউন মিলিয়ে ১০টি অতিরিক্ত ট্রেন চলবে। শুধু তা-ই নয়, হাওড়া-বর্ধমান ডিভিশনে এক জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, শুক্রবার অর্থাৎ ৮ নভেম্বর থেকে আগামী মঙ্গলবার অর্থাৎ ১২ নভেম্বর পর্যন্ত প্রতি দিন বিকেল ও রাতে হাওড়া-ব্যান্ডেল শাখায় বাড়তি ট্রেন চালানো হবে। হাওড়া থেকে ব্যান্ডেলগামী বিশেষ ট্রেনগুলি ছাড়বে বিকেল ৫.২০, সন্ধ্যা ৭.৫৫, রাত ৮. ৩৫, রাত ১১.৩০ এবং রাত ১২.৩০-তে। অন্য দিকে, ব্যান্ডেল থেকে হাওড়াগামী বিশেষ ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬.৩৫, রাত ৯.২০, রাত ৯.৫৫, রাত ১টা এবং রাত ২টোয়।পাশাপাশি হাওড়া থেকে বর্ধমানগামী বিশেষ ট্রেন ছাড়ার পরিকল্পনা করেছে পূর্ব রেল। বর্ধমান থেকে হাওড়াগামী স্পেশ্যাল লোকাল ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০টায়। বিসর্জনের দিন, অর্থাৎ ১২ তারিখ হাওড়া-ব্যান্ডেল শাখায় আরও অতিরিক্ত ট্রেন চালাবে রেল। কয়েকটি লোকালের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। পুজোর চার দিন হাওড়া-মসাগ্রাম লোকাল (সন্ধ্যা সাড়ে ৭টা) বর্ধমান পর্যন্ত যাবে। হাওড়া থেকে ব্যান্ডেলগামী বিশেষ ট্রেন ছাড়বে – বিকেল ৫.২০সন্ধ্যা ৭.৫৫রাত ৮.৩৫রাত ১১.৩০রাত ১২.৩০এ। ব্যান্ডেল থেকে হাওড়াগামী বিশেষ ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬.৩৫, রাত ৯.২০, রাত ৯.৫৫, রাত ১টা, রাত ২ টো। হাওড়া থেকে বর্ধমানগামী বিশেষ ট্রেনটি ছাড়বে রাত ১টা ১৫ মিনিটে। বর্ধমান থেকে হাওড়াগামী লোকাল ট্রেন পাওয়া যাবে রাত ১০.৩০ অবধি।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবারের পুজোয় বিপুল জনসমাগম হবে তার আঁচ পাওয়া যাচ্ছে। সেই নিরিখে পুলিশ থেকে দমকল সব প্রস্তুত। দর্শনার্থীদের স্বাভাবিক যাতায়াত নিয়ে বিশেষ পরিকল্পনা করা হয়েছে। ঠিক হয়েছে, চন্দননগর ফেরিঘাট এবং চন্দননগর ও মানকুণ্ডু রেলস্টেশনে টিকিট কাউন্টারের সংখ্যা বাড়ানো হবে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনার।চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী বলেন, ‘জগদ্ধাত্রী পুজো আমাদের ঐতিহ্য। এবার শোভাযাত্রা আড়েবহরে বাড়ছে। প্রচুর মানুষ আসবেন, এমনই ইঙ্গিত মিলেছে। ফেরি পরিষেবা যথাযথ রাখা হবে। পুরসভার তরফে যাবতীয় সহযোগিতা করা হবে।’

হাওড়া ডিভিশনের মেন শাখায় হাওড়া থেকে ব্যান্ডেল অবধি রেলযাত্রীদের সুবিধার জন্য স্পেশাল ট্রেন চালানো হবে Read More »

“বাংলায় থেকে বাংলাকে নিজের ঘর ভাবুন। নিজের না ভাবলে হবে কী করে?”: মমতা বন্দ্যোপাধ্যায়

“বাংলায় থেকে বাংলাকে নিজের ঘর ভাবুন। নিজের না ভাবলে হবে কী করে?” পোস্তায় জগদ্ধার্থী পুজোর উদ্বোধনে এসে অবাঙালি ব্যবসায়ীদের উদ্দেশ্যে এই ভাবেই বড় বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “এই এলাকা বহুভাষাভাষীদের। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে থাকেন। এখানে কে কী খাবে, কে কী পড়বে, কে কী বলবে নিয়ে কোনও জাতিগত সমস্যা নেই। মানবিকতা আসলে মানবিকতাই হয়। আপনারা আমাদের ভাই-বোন।” উপনির্বাচনের মুখে বড়বাজার এলাকায় পুজোর উদ্বোধনে এসে বুধবার বিকেলে মুখ্যমন্ত্রী বলেন, “আমি ভোটের জন্য এখানে আসিনি। এখানে একটা ওয়ার্ড আমরা জিতেছি। বাকি তিন আসন বিজেপি জিতেছে। লোকসভাতেও আমাদের ভোট এখানে কম। আমি এখানে ভোটের জন্য আসিনি। আমরা এখানে কাকের মতো আসি। কোকিলের মতো আওয়াজ শুধু শুনতে ভাল লাগে। কিন্তু কাকের মতো আসি ও রোজ আমরাই পাশে থাকি।”বুধবার পোস্তায় প্রতিবারের মতো জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের পরে মমতা বলেন, “আমি প্রতিবার পোস্তা বাজারে জগদ্ধাত্রী পুজোয় উদ্বোধনে আসি। আমি মনে করি আমাকে মা এখানে ডেকে নিয়ে আসে। চন্দননগরের একাধিক পুজো দেখলাম এখান থেকে। আপনাদের পুজো ভাল হয়েছে।”এদিন এলাকাবাসীর উদ্দেশ্যে বার্তা দেন মমতা। তিনি বলেন, “জগদ্ধাত্রী হলেন জগতের মা। মায়ের একাধিক রূপ। কালই ছট পুজো আছে। আমাদের এখানে ছট পুজোয় সরকার দু’দিন ছুটি দেয়। আপনারা আস্তে আস্তে ঘাটে যাবেন। তাড়াহুড়ো করবেন না। কারণ জলে পুজো হয়। তাই সাবধানতা বজায় রাখবেন। আমি ছটপুজো উপলক্ষে গান করেছি। তাতে ভুল হলেন আমি ক্ষমাপ্রার্থী। বৃহস্পতিবার ঘাটে পুলিশ সেই গান চালাবে।”

“বাংলায় থেকে বাংলাকে নিজের ঘর ভাবুন। নিজের না ভাবলে হবে কী করে?”: মমতা বন্দ্যোপাধ্যায় Read More »

রাজনৈতিক জামা বদলের নতুন নাম আব্দুস সাত্তার

গত ১০/১১ বছরে রাজনৈতিক রঙ পরিবর্তন পশ্চিমবঙ্গে নতুন নয়। আদর্শহীন রাজনীতিতে রাজনৈতিক দল বদল মানুষের জামা বদলের মতো হয়ে গেছে। বিশেষ করে তৃণমূল ও বিজেপি এই খেলাকে এগিয়ে নিয়ে চলেছে। এবার প্রাক্তন বাম মন্ত্রী, যিনি ২০১৮ সালে সিপিএম ছেড়ে কংগ্রেসে যোগ দিয়ে ২০২১ সালে কংগ্রেসের হয়ে বাদুড়িয়ার প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন, তিনি এবার তৃণমূলের। খবরে প্রকাশ মঙ্গলবার এক বিজ্ঞাপ্তি প্রকাশ করে জানানো হয়, আব্দুস সাত্তারকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ করা হলো। এবার তাঁর তৃণমূলে যোগ দেওয়া শুধুই সময়ের অপেক্ষা। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়ে নি বাম ও কংগ্রেস। কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ জানান, “অনেকদিন ক্ষমতার বাইরে থেকে উনি হাঁপিয়ে উঠেছিলেন বোধ হয়। তাই ন্যায় নীতিহীন, সুবিধাবাদী এই আত্মসমর্পণ। কংগ্রেস করতে অনেক শক্ত মেরুদণ্ড আর ত্যাগ-তিতিক্ষা লাগে, যেটা আমাদের হাজার হাজার কর্মী অন্যায়ের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে প্রমাণ করেছেন। আমাদের দলে এ সবের কোনও প্রভাব পড়বে না।’’ স্বাভাবিক কারণেই সাত্তারের এই অবস্থানকে মোটেই ভালো চোখে দেখে নি বাম ও বিজেপি। এ ছাড়াও তাকে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের উপদেষ্টা পদেও নিয়োগ করা হয়েছে। ফলে এখন থেকে তিনি (Abdus Sattar) একজন প্রতিমন্ত্রীর মর্যাদা পাবেন। সামনেই রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন রয়েছে। ভোট হবে নৈহাটি সহ একাধিক গুরুত্বপূর্ণ আসনে। তাৎপর্যপূর্ণ ভাবে নৈহাটি বিধানসভা সংলগ্ন গুরুত্বপূর্ণ একটা এলাকা আমডাঙা। যেখানে এখনও আবদুস সাত্তারের বড় ভূমিকা আছে বলে মত রাজনৈতিক মহলের।

রাজনৈতিক জামা বদলের নতুন নাম আব্দুস সাত্তার Read More »

ভোটের ময়দানে নামতে চলেছে অভিষেক

তৃণমূল কংগ্রেসে দ্বিতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিছুদিন থেকেই জল্পনা শুরু হয়েছিল। লোকসভা নির্বাচনের পরে তিনি রাজনীতি থেকে কিছুটা দূরেই আছেন। কিন্তু এর প্রধান কারণ অভিষেকের চোখের সমস্যা। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় তৃণমূল সূত্রে জানা গেলো অভিষেক এবার নামতে চলেছে উপনির্বাচনের প্রচারে। উপনির্বাচন নিয়ে ইতিমধ্যেই সক্রিয় রাজ্য সভাপতি সুব্রত বক্সীর দফতর। জেলা সফরে গিয়েছেন খোদ বক্সী। শুধু তাই নয়, বক্সী ঘনিষ্ঠ অন্যান্য নেতারাও গিয়েছেন। তবে এরই মধ্যে রাজনীতির অলিগলিতে একটাই প্রশ্ন এবার কি সক্রিয় ভাবে প্রচারে নামবেন অভিষেক? সেই প্রশ্নর উত্তর সামনে আসলো এবার। জানা যাচ্ছে, আগামী ৯ নভেম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আমতলা পার্টি অফিসে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে অংশ নেবেন তৃণমূল সাংসদ। উপস্থিত থাকবেন পার্টি নেতৃত্ব ও জন প্রতিনিধিরা। সেখান থেকেই নির্বাচন নিয়ে আগাম কোনও কর্মসূচি তিনি ঘোষণা করেন কি না সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। কারণ, বিগত লোকসভা ভোটের সময় দলের সব দায়িত্ব ‘কাঁধে’ তুলেনিয়েছিলেন তিনি। তবে ভোটের রেজাল্টের পর সাময়িক বিরতি নেন। সামনেই উপভোট। যতদূর জানা যাচ্ছে, তিনি সর্ব শক্তি নিয়ে এবার নামতে চলেছেন উপনির্বাচনে।

ভোটের ময়দানে নামতে চলেছে অভিষেক Read More »

আবার খবরের শিরোনামে ভাঙড় – ব্যাপক মারামারি আই এস এফ ও তৃণমূলের মধ্যে

কয়েকদিন আগেই আই এস এফ বিধায়ক অভিযোগ করেছিলেন যে আবাস যোজনা নিয়ে তৃণমূল ব্যাপক দুর্নীতি করছে। আর তা নিয়ে প্রতিবাদ করাতেই ব্যাপক গন্ডগোল শুরু হয়েছে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার চক মরিচা এলাকায়। ISF ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক আইএসএফ কর্মী আহত হয় বলে অভিযোগ। পালটা তৃণমূলের বেশ কয়েকজন আহত হয় বলে অভিযোগ তৃণমূলের। ISF কর্মীদের অভিযোগ যাদের দোতলা বাড়ি আছে, তারা আবাস যোজনার টাকা পাচ্ছে, কিন্তু যাদের পাওয়ার কথা তারা পাচ্ছে না। ISF কর্মীদের অভিযোগ,গরিব মানুষের নামে কোন তালিকা আসেনি। এরই প্রতিবাদ করতে গেলে ISF কর্মীদের তৃণমূল সমর্থকরা মারধর করে বলে অভিযোগ। অন্যদিকে তৃণমূলের অভিযোগ সরকারি কর্মীরা সার্ভে করছে। সেই কাছে বাধা দিচ্ছে আই এস এফ। অন্য এলাকা থেকে আইএসএফের লোকজন তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে হামলা করে। এলাকায় প্রচুর পুলিশ উপস্থিত হয়ে গন্ডগোল থামানোর চেষ্টা করছে।

আবার খবরের শিরোনামে ভাঙড় – ব্যাপক মারামারি আই এস এফ ও তৃণমূলের মধ্যে Read More »

এ মাসেই ২৫ তারিখ থেকে শুরু হচ্ছে বিধানসভা অধিবেশন

এবার বিধানসভার শীতকালীন অধিবেশনে আসতে চলেছে একাধিক বিল। উপনির্বাচন শেষ হয়ে ফলাফল প্রকাশের পরই রাজ্য বিধানসভার অধিবেশন বসতে চলেছে। শীতকালীন অধিবেশন আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভায়। এই কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এবারের অধিবেশনে বাণিজ্য সম্মেলন–সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বলে জানান পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে বিজেপি বিভিন্ন বিলের বিরোধিতার জন্য প্রস্তুতি শুরু করেছে। এবার ইডি, সিবিআইয়ের অতি সক্রিয়তা নিয়ে উত্তপ্ত হতে পারে অধিবেশন। বিভিন্ন রাজ্যের স্পিকারদের নিয়ে সম্মেলনে বিরোধী রাজ্যের স্পিকারেরা এই বিষয়ে সরব হয়েছিলেন। বিমান বন্দ্যোপাধ্যায় বলেন,এবারের অধিবেশনে আমাদের বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বিজনেস অ্যাডভাইজরি কমিটিতে ওই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। সেই আলোচনায় একটা কর্মসূচি সাজানো হবে। স্পিকাররা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। ইডি–সিবিআই দিয়ে স্পিকারদের বাড়িতে রেইড করিয়ে দেওয়া হচ্ছে। বিধায়ক, মন্ত্রীদের ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটেছে। এর বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হতে চলেছে অধিবেশনে।

এ মাসেই ২৫ তারিখ থেকে শুরু হচ্ছে বিধানসভা অধিবেশন Read More »

তরমুজের খোসা না ফেলে নানাভাবে প্রসেস করে খেয়ে নিন – শরীরে প্রচুর এনার্জি আসবে

  সাধারণত আমরা তরমুজের লাল অংশ খেয়ে বাকি প্রায় অর্ধেক অংশ ফেলে দিই। কিন্তু পুষ্টিগুণে ওই অংশ যথেষ্ট গুরুত্বপূর্ণ। পুষ্টি গবেষকেরা বলছেন তরমুজের খোসায় আছে অনেক গুণ। যেমন – ১) এনার্জি বর্ধক – বিশেষজ্ঞদের মতে, তরমুজের খোসায় রয়েছে সিট্রুলাইন। যা এনার্জির ঘাটতি মেটাতে বিশেষ ভূমিকা নেয়। সিট্রুলাইন রক্তনালী প্রসারণ করতেও সাহায্য করে । ২) রক্তচাপ নিয়ন্ত্রণ – আপনি যদি নিয়মিত প্রেশার কমানোর ওষুধ খান, তাহলে তরমুজের খোসা খাওয়ার চেষ্টা করুন। গবেষণায় দেখা গিয়েছে যে, তরমুজের নির্যাস রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সক্ষম। ৩) মেদ ঝরায় – তরমুজের খোসার আর একটি গুণ হল এটি ফাইবার সমৃদ্ধ। তাই কোষ্টকাঠিন্যের সমস্যা হলে তরমুজের খোসা খেতে পারেন। এছাড়াও এটি কোলেস্টেরল এবং রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। তাই ফাইবারের ঘাটতি মেটাতে হলে তরমুজের খোসা খেতে ভুলবেন না। বিশেষজ্ঞদের মতে, তরমুজের খোসায় ক্যালরির পরিমাণ কম তাই ওজন নিয়ন্ত্রণে দারুণ সহায়ক।  প্রশ্ন কিভাবে তরমুজের খোসা খাওয়া যায় – 

তরমুজের খোসা না ফেলে নানাভাবে প্রসেস করে খেয়ে নিন – শরীরে প্রচুর এনার্জি আসবে Read More »