হঠাৎ কি হলো বাংলাদেশের? কেন এতো বেশি বিস্ফোরকের প্রয়োজন হলো? বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে নোঙর করে এক বিদেশি জাহাজ। সেই জাহাজ থেকে নামানো হয় বহু কন্টেনার, যার মধ্যে লেখা এক্সপ্লোসিভ। এই বিস্ফোরক সেনা বা পুলিশের হাতে যায়নি। তবে কার হাতে গেল? এই বিস্ফোরক দিয়ে কী করা হবে? কি প্রয়োজন? উঠেছে প্রশ্ন। নেই কোনো উত্তর।
এই মুহূর্তে বাংলাদেশ ভারতের সঙ্গে একটা ছায়া যুদ্ধের খেলা শুরু করেছে। সেই অবস্থায় এই বিস্ফোরক নিয়ে চিন্তিত ভারত। গত ২১ ডিসেম্বরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছয় ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ নামের একটি জাহাজ। পাকিস্তানের করাচি থেকে জাহাজটি আসে। সেই জাহাজ থেকে আনলোড হওয়া কন্টেনারগুলি পরীক্ষা করার সময় বিস্ফোরক দ্রব্যের অস্তিত্ব পাওয়া যায়। জানা গিয়েছে, কন্টেনারগুলোতে পাওয়া গিয়েছে কম্বোডিয়ান একটি প্রতিষ্ঠানে তৈরি ‘সিসমিক ইমালশন এক্সপ্লোসিভ’, যা উচ্চমাত্রার বিস্ফোরক হিসেবে পরিচিত। সূত্রের খবর, বিস্ফোরক দ্রব্যের একটি অংশ ইতিমধ্যে সিলেট এবং অন্যটি কেরাণীগঞ্জে চলে গিয়েছে। তবে এটি সেনাবাহিনী বা কোনও আইনশৃঙ্খলা বা নিরাপত্তা সংস্থার জন্য ছিল না, এ বিষয়ে নিশ্চিত গোয়েন্দারা।