আজ, রবিবার কৃষ্ণা (পৌষ) চতুর্দশী। পৌষ নামটি এসেছে পুষ্যা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। মাসের শেষের দিন বাঙালিরা পৌষ সংক্রান্তির এবং শিলাবতি মেলা উৎযাপন করে। এ সময় বাড়ি বাড়িতে ও পাশাপাশি নানা স্থানে পিঠা উৎসব আয়োজিত হয়। কিন্তু আজ আছে সর্বার্থ সিদ্ধি যোগ, কখন থাকবে শুভ সময়? জ্যোতিষ শাস্ত্র এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছে।
১৪ পৌষ, পৌষ কৃষ্ণা চতুর্দশী তিথি। ইংরেজি তারিখ ২৯ ডিসেম্বর ২০২৪। সূর্যের দক্ষিণায়ণ, উত্তর বৃত্ত, শীত ঋতু। রাহুকাল থাকবে বিকেল ৪টে ১৬ মিনিট থেকে বিকেল ৫টা ৩৪ মিনিট পর্যন্ত। কাল ভোর ৪টে ১ মিনিট পর্যন্ত থাকবে পৌষ কৃষ্ণা চতুর্দশী তিথি। তারপর পৌষ অমাবস্যা তিথি শুরু হবে। আজ রাত ৯টা ৪১ মিনিট পর্যন্ত থাকবে গণ্ড যোগ, তারপর শুরু হবে বৃদ্ধি যোগ। আজ রাত ১১টা ২২ মিনিট পর্যন্ত থাকবে জ্যেষ্ঠা নক্ষত্র। তারপর থাকবে মূলা নক্ষত্র। বিষ্টি করণ দুপুর ৩টে ৫১ মিনিট পর্যন্ত থাকবে। এরপর ভোর ৪টে ১ মিনিট পর্যন্ত থাকবে শকুনি করণ। তারপর থাকবে চতুষ্পদা করণ। চন্দ্র আজ বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশিতে গোচর করবে।
আজকের শুভ মুহূর্ত ২৯ ডিসেম্বর ২০২৪:
পঞ্জিকা মতে, বিজয় মুহূর্ত দুপুর ২টো ৭ মিনিট থেকে দুপুর ২টো ৪৮ মিনিট পর্যন্ত থাকবে। নিশীথ মুহূর্ত রাত ১১টা ৫৬ মিনিট থেকে রাত ১২টা ৫১ মিনিট পর্যন্ত থাকবে। গোধূলি বেলা সন্ধে ৫টা ৩১ মিনিট থেকে সন্ধে ৫টা ৫৮ মিনিট পর্যন্ত। আজ রাত ২টো ৯ মিনিট থেকে রাত ৩টে ৪৯ মিনিট পর্যন্ত থাকবে অমৃতকাল।
আজকের অশুভ মুহূর্ত ২৯ ডিসেম্বর ২০২৪:
পঞ্জিকা অনুযায়ী, রাহুকাল থাকবে বিকেল ৪টে ১৬ মিনিট থেকে বিকেল ৫টা ৩৪ মিনিট পর্যন্ত। দুপুর ২টো ৫৯ মিনিট থেকে বিকেল ৪টে ১৬ মিনিট পর্যন্ত গুলিক কাল থাকবে। কোনো শুভ কাজ অশুভ সময় শুরু না করাই উচিত। শুভ সময়ে শুভ কাজ শুরু করলে সাফল্য অবশ্যই আসবে।