Travonews.in

২ জানুয়ারী ডায়মন্ড হারবারে অভিষেক উদ্বোধন করতে চলেছেন ‘চলমান হাসপাতাল

 

আর জি কর পান্ডের পরে সেই বিষয় নিয়ে খুবই নীরব ছিলেন অভিষেক। পরে তিনি চিকিৎসকদের নিয়ে আলোচনা করেন। গত নভেম্বর মাসে আমতলায় অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে ‘সমন্বয়’ নামে একটি বৈঠক করেন অভিষেক। এবার অভিষেক ডায়মন্ড হারবারে চালু করতে চলেছে তাঁর নতুন প্রকল্প -‘সেবাশ্রয়’। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত পরিকল্পনা বাস্তবায়িত হতে চলছে। ২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সেবাশ্রয় স্বাস্থ‌্য শিবির। অভিষেকের সংসদীয় ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবার জন‌্য হাজির থাকবেন চিকিৎসকরা। ২ জানুয়ারি ডায়মন্ডহারবারের এসডিও মাঠে উদ্বোধনী অনুষ্ঠান। কর্মসূচির সূচনা করবেন অভিষেক। প্রথম পর্বের কর্মসূচি চলবে ২ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত।

অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তার লোকসভার অন্তর্গত ৭টি বিধানসভায় এই পরিষেবা চলবে। প্রতিটি বিধানসভায় ১০ দিন করে শিবির করার পরিকল্পনা হয়েছে। দশ দিনের মধ্যে সাতদিন শিবির পরিচালনায় থাকবেন জেনারেল মেডিসিনের চিকিৎসকেরা। একেক দিন বিধানসভাভিত্তিক ৪০টি শিবির করার পরিকল্পনা রয়েছে। পরের তিনদিন সুপার স্পেশালিটি বিভাগের চিকিৎসকেরা থাকবেন। ‘চলমান-হাসপাতাল’-এর মাধ্যমে স্বাস্থ‌্য পরিষেবা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। রক্ত পরীক্ষার পাশাপাশি পোর্টেবল ইসিজিও করা যাবে শিবিরে। রোগ ধরা পড়লে তৎক্ষণাৎ তা নির্ণয়ও করা হবে। শুধু বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাই নয়। বিনামূল্যে ওষুধও দেওয়া হবে শিবির থেকেই। তার জন‌্য অ্যাপ ভিত্তিক রেজিস্ট্রেশন করতে হবে। তারপর মিলবে রিয়েল টাইম আপডেট। তার জন‌্য জরুরি হেল্প ডেস্কও থাকবে। এই কর্মসূচি চলবে ৭৫ দিন ধরে। যার জন‌্য আটশোরও বেশি চিকিৎসক যোগ দেবেন শিবিরে। প্রশ্ন উঠেছে, এখন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন প্রকল্প সারা বাংলা জুড়ে চলো আছে, যার উদ্বোধন মুখ্যমন্ত্রী নিজেই করেছেন। কিন্তু একটি লোকসভার মধ্যে কোনো একটি প্রকল্প এভাবে কখনো চলু হয় নি? আবার তা উদ্বোধন করছেন স্বয়ং অভিষেক।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ