এই মুহূর্তে চলেছে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। স্বরাষ্ট্রেমন্ত্রী অমিত শাহ এক কোটি সদস্য সংগ্রহের কোটা বেঁধে দিয়েছেন। কিন্তু তার ধারে কাছে এখনও পৌঁছাতে পারে নি বিজেপি। এই পরিস্থিতিতে মাঠে নেমেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। হুগলি সাংগঠনিক জেলার এই কর্মসূচিতে শনিবার গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে নিয়ে প্রতিক্রিয়া দেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশে ঘটে চলা ধারাবাহিক সাম্প্রদায়িক অশান্তি, সংখ্যালঘু নির্যাতন। এসব নিয়ে ‘মহাগুরু’র বক্তব্য, ”বাংলাদেশ নিয়ে আমাদের একটা আবেগ, অনুভূতি রয়েছে। পশ্চিমবঙ্গের অনেকেরই মনে হয় সেটা আছে। কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে, আমরা কোনওদিন ভাবিনি। আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি।” তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশের বর্তমান প্রশাসনের বিরুদ্ধে।
বাংলাদেশের বিএনপি নেতৃত্ব ক্রমাগত হুমকি দিয়ে চলেছে ভারতকে। কখনো কলকাতা দখল আবার কখনো বাংলা, বিহার ওড়িশা দখলের কথা বলেছেন। সেই প্রসঙ্গ টেনেই মিঠুন বলেন, ”ভারতকে খাটো করে দেখবেন না। ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া।” তাঁর আরও বক্তব্য, ”বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে। বিশেষ করে বাংলাকে শিখতে হবে। যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না লড়ি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, নিশ্চিত।” বাংলাদেশের অশান্ত পরিস্থিতির মাঝেই রাজ্যে জঙ্গি-যোগে একাধিক যুবকের গ্রেপ্তারি যথেষ্ট উদ্বেগের বলে মনে করছেন মিঠুন। তাদের প্রেক্ষাপট থেকে একটা বিষয় প্রায় স্পষ্ট, হাসিনাহীন বাংলাদেশে ভারত বিরোধী শক্তিগুলি মাথাচাড়া দিয়ে উঠেছে, যার প্রভাবে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীগুলিও সক্রিয়তা বাড়াচ্ছে ধীরে ধীরে। তিনি এই নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন।