Travonews.in

প্রধানমন্ত্রী জয় করলেন ১০১ বছরের মঙ্গল সৈন হান্দার হৃদয়

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অতি সহজেই মিশে যেতে পারেন সাধারণ মানুষের সঙ্গে। সেই প্রমাণ তিনি আবার দিলেন কুয়েতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার কুয়েতে পৌঁছেছেন। তাঁর সফরের কয়েক ঘণ্টা আগে কুয়েতে বসবাসকারী এক প্রাক্তন IFS অফিসারের নাতনি একটি টুইট করেন। ১০১ বছরের প্রাক্তন ভারতীয় আমলা মঙ্গল সৈন হান্দার নাতনি শ্রেয়া জুনেজা এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন, তাঁর দাদু প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান। শ্রেয়া জানান, তাঁর দাদু প্রধানমন্ত্রীর গুণমুগ্ধ। কাল বিলম্ব না করে মোদী জানিয়ে দেন যে তিনি তাঁর সঙ্গে দেখা করবেন। খুশিতে উদ্বেলিত হয়ে ওঠে কুয়েতের সমস্ত প্রবাসী ভারতীয়।

কথা অনুযায়ী শত ব্যস্ততার মধ্যেতেও শনিবার মোদী দেখা করলেই সেই ১০১ বছরের বৃদ্ধর সঙ্গে। সেখানে আরও অনেক অনাবাসী ভারতীয় ছিলেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ১০১ বছরের মঙ্গল সৈন হান্দা। প্রসঙ্গত, আইএফএস অফিসার হিসেবে ইরাক, কুয়েত, চিন, আর্জেন্টিনা, ব্রিটেন এবং কম্বোডিয়াতে কাজ করেছেন প্রাক্তন এই আমলা। শুধু মঙ্গল সৈন হান্দা নন, প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে যারপরনাই খুশি হন অনাবাসী ভারতীয়রা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর মঙ্গল হান্দার পুত্র প্রদীপ হান্দা বলেন, “এটা আমাদের কাছে স্মরণীয় মুহূর্ত। আমার বাবা ভারতীয় রাজনীতি নিয়ে সবসময় কথা বলেন। প্রধানমন্ত্রী মোদী তাঁর আদর্শ।” কুয়েতের হৃদয় জয় করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ