এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যথেষ্ট লজ্জার যে তাঁর মন্ত্রীসভার অনেক সদস্য বৃহৎ দুর্নীতির সঙ্গে যুক্ত। জ্যোতিপ্ৰিয় মল্লিক সম্পর্কে ইডির আইনজীবীর বাক্যবন্ধ খুবই তাৎপর্যপূর্ণ। শনিবার ছিল প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক জ্যোতিপ্ৰিয় মল্লিকের জামিনের শুনানি। সেখানে ইডির আইনজীবী আদালতে বলেন, ‘গঙ্গা যেমন সমস্ত কিছু সাগরে নিয়ে গিয়ে ফেলে, ঠিক তেমন ভাবেই রেশন দুর্নীতির সমস্ত লিঙ্ক গিয়ে জুড়েছে বালুর সঙ্গে।’ এই শব্দবন্ধ বাঙালি হিসাবে আমাদের শুধুই লজ্জিত করে না, সমস্ত দেশের কাছে বাংলা অনেক ছোট হতে গেলো।
দুর্নীতির দায়ে গ্রেফতার প্রায় এক ডজন তৃণমূল নেতা মন্ত্রী। তারা একে একে অনেকেই জামিন পেয়েছে। সুদূর সেই তিহাড় থেকে ছাড়া পেয়ে নিজের বাড়িতে রয়েছেন গরুপাচার মামলায় গ্রেফতার হওয়া মুখ্যমন্ত্রীর প্ৰিয় অনুব্রত মণ্ডল। এমনকী, রেশন দুর্নীতিতে গ্রেফতার হওয়া চালকলের মালিক বাকিবুর রহমানেরও জামিনে মিলেছে মুক্তি। তবে এখনও মুক্তি মেলেনি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। শনিবার ছিল জামিন সংক্রান্ত মামলার শুনানি। আদালতে ইডির আইনজীবী বলেছেন, বালুই এই দুর্নীতির রিং মাস্টার। রেশন দুর্নীতির পরিচালনা করছেন তিনি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তদন্ত করতে গিয়ে দেখা গিয়েছে যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ভুয়ো সংস্থায় দুর্নীতির টাকা গিয়েছে সব কিছু গিয়েই সেই জ্যোতিপ্রিয়র দিকে ইঙ্গিত করছে। যেভাবে গঙ্গার সমস্ত জল গিয়ে মেশে সাগরে সেভাবেই রেশন দুর্নীতির সমস্ত টাকা গিয়ে মিশেছে বালুর দরজায়।