Travonews.in

এই মুহূর্তে বলি বাদশা শাহরুখ খানের আসল নাম কিন্তু অন্য রকম ছিল

 

ছদ্ম নাম ব্যবহার করেন অনেকেই। বিশেষ করে সাহিত্য ও শিল্প জগতে। শাহরুখ খানের ক্ষেত্রে কিন্তু ঠিক তেমন হয় নি। উনি নিজের নাম বদল করেছিলেন বিয়ের সময়। শাহরুখ জানাচ্ছেন, গৌরীকে বিয়ে করার সময় শাহরুখ নিজের নাম রাখেন জিতেন্দ্র কুমার টুলি। তবে তার আগেও শাহরুখের একটা নাম ছিল, আসল নাম!

অনুপম খের একটা শো করতেন। এর নাম ছিল ‘কুছ ভি হো সক্ত হ্যায়’। শাহরুখ খান একবার এই শোতে হাজির হয়েছিলেন। এরপর অনুপম খের তাঁকে জিজ্ঞেস করেন কিং খান আবদুল রেহমান নামে কাউকে চেনেন কিনা! এর জবাবে শাহরুখ বলেন, তাঁর এই নামটি তাঁর দাদীই রেখেছিলেন। তবে শুরু থেকেই আবদুল নাম পছন্দ করতেন না অভিনেতা। এই নামের কারণে তাঁকে ঠাট্টাও করা হয়েছিল। শাহরুখ এই সাক্ষাত্কারে জানান, তাঁর বাবা পরে আবদুল থেকে বদলে শাহরুখ করেছিলেন। এই নামটিই সব জায়গায় চলত। তার বোনের নামের সঙ্গেও শাহরুখের মিল রয়েছে। কিং খানের বোনের নাম ছিল শেহনাজ লালারুখ খান। কিন্তু বিয়ের সময় কেন নাম পরিবর্তন করলেন কিং খান? শাহরুখ খানকে নিয়ে বই লিখেছেন মুশতাক শেখ। এই বই অনুসারে, বিয়ের সময় শাহরুখ তাঁর নাম পরিবর্তন করে ‘জিতেন্দ্র কুমার টুলি’ রাখেন। আর্য সমাজের বিয়ের জন্য শাহরুখকে নাম বদলাতে হয়েছিল। শাহরুখের দাদীর মনে হয়েছিল যে কিং খান দেখতে জিতেন্দ্রের মতো, তাই তিনি এই নামটি বেছে নিয়েছেন। তিনি এই নামের সাথে ২ জনকে শ্রদ্ধা জানান। প্রথম জিতেন্দ্র এবং দ্বিতীয় রাজেন্দ্র কুমার। রাজেন্দ্র কুমারের আসল ডাকনাম ছিল টুলি।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *