Travonews.in

খোদ কলকাতায় হাতেনাতে আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করল এসটিএফ

 

কলকাতা কি দিন দিন দুষ্কৃতীদের অস্ত্র ভান্ডার হয়ে উঠছে? এই প্রশ্ন নাগরিক মহলের। গত কয়েক মাসের মধ্যে বেশ কয়েকটা আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে কলকাতা থেকে। বৃহস্পতিবার গভীর রাতে শিয়ালদার এক গেস্ট হাউস থেকে উদ্ধার হলো প্রচুর আগ্নেয়াস্ত্র সহ দুজন। রাতে তল্লাশি চালাতে গিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের। হাতেনাতে অস্ত্র সহ দুজনকে গ্রেফতার করল এসটিএফ। বৃহস্পতিবার রাতে কলকাতার একটি গেস্টহাউজে অভিযান চালায় এসটিএফ। প্রথমে দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গ্রেফতার করা হয় তাঁদের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এসটিএফ-এর গোয়েন্দারা এজেসি বোস রোডের একটি গেস্ট হাউসে অভিযান চালায়। ধৃতদের নাম রবিশ কুমার, মীরজ মালিক।

পুলিশ সূত্রে খবর, তাঁরা দুজনেই বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁদের কাছ থেকে দুটি ৯ এমএম অটোমেটিক পিস্তল, ১৮ রাউন্ড কার্তুজ। ইতিমধ্যে আর্মস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। অস্ত্র কারবারের সঙ্গে তাঁদের যোগ আছে বলেই তদন্তকারীদের প্রাথমিক অনুমান। পুলিশের ধারণা এর সঙ্গে যুক্ত আছে কোনো বড় চক্র। কিছুদিন আগেই শিয়ালদহ থেকে উদ্ধার হয়েছিল আগ্নেয়াস্ত্র। আর এবার এজেসি বোস রোড। খাস কলকাতার গেস্ট হাউসগুলোও কি নিরাপদ নয়? প্রশ্ন উঠেছে।
একদিকে জাল পাসপোর্টের রমরমা চলছে! পাসপোর্ট থেকে আধার কার্ড, সব নথি জাল করে অপরাধীদের বাড়বাড়ন্ত চলছে বলেই তথ্য সামনে আসছে। তার মধ্যে এই অস্ত্র উদ্ধারকে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ