আবার এক দুসংবাদ! মারা গেলেন প্রখাত চিত্র পরিচালক রাজা মিত্র। দীর্ঘ দিন ধরেই তিনি ক্যান্সারে ভুগছিলেন। ভর্তি ছিলেন শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। সেখানেই শুক্রবার রাত আড়াইটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৭ বছর। নভেম্বরের শেষের দিকে রাজা মিত্রের ছেলে রৌদ্র মিত্র ফেসবুকে জানিয়েছিলেন পরিচালকের ক্যানসার ধরা পড়েছে এবং একদম শেষ স্টেজে রয়েছেন তিনি। ফুসফুসে ক্যানসারের সঙ্গে মস্তিষ্কে টিউমারও ধরা পড়ে তাঁর। তিনি লিখেছিলেন, ‘বাবা এখন চিকিৎসাধীন। এই অবস্থায় বাবার সঙ্গে মেইল, মেসেজ বা ফোন এবং ফেসবুকে কোনওভাবে যোগাযোগ করা সম্ভব হবে না। বাবার অসুস্থতায় কোনও প্রয়োজন হলে আপনাদের পাশে থাকার অনুরোধ করছি।’ কিন্তু তাঁকে রক্ষা করা গেলো না। তিনি চলে গেলেন না ফেরার দেশে।
রাজা মিত্রর মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া। ১৯৮৭ সালে মুক্তি পায় এই পরিচালকের প্রথম ছবি ‘একটি জীবন।’ প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার জিতে নেন। তারপর ‘নয়ন তারা’, ‘যতনের জমি’ ছবিগুলি সমালোচকদের প্রশংসা পায়। ৩২ টি তথ্যচিত্র পরিচালনা করেছেন রাজা মিত্র। যার মধ্যে রয়েছে, ‘কয়লার নাম দ্য ম্যাসেস’ , ‘রেলওয়েতে এইচএস অয়েলের অর্থনীতি’ , ‘ক্যালকাটা ফুটপাথ ডেভেলার’ , ‘দ্য ট্রাইবাল রেজিস্ট্যান্স’ , ‘কলকাতা’ ইত্যাদি বেশ কিছু বিখ্যাত ছবি। তাঁর প্রয়ানে আমরা গভীরভাবে শোকস্তব্ধ।