পাহাড় প্রায় সকলেরই পছন্দ। কিন্তু অনেকেই পাহাড়ে একটু অফবিট জায়গা পছন্দ করেন। তাদের জন্য আজ বেড়ানোর নতুন ঠিকানা মিরিকের এই ‘সুমেন্দু লেক।’
সবুজ পাইনের জঙ্গলে ঘেরা এই হ্রদ অসাধারণ সৌন্দর্যের অধিকারী। হ্রদের চারপাশ রাস্তা করা রয়েছে। দার্জিলিংয়ের কাছেই সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র মিরিক। দার্জিলিং এলে মিরিক ঘুরে যাননি এমন ব্যক্তি মেলা ভার। এই মিরিকেই রয়েছে সেই সুমেন্দু লেক। এক কিলোমিটার দীর্ঘ সুমেন্দু লেকটির গভীরতা ৩০ মিটারের কাছাকাছি। সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে এই লেকের কাছে একটি জলাধারও তৈরি করা হয়েছে। ফলে আরো সুন্দর রূপে সেজে উঠেছে এই লেক ও পার্শ্ববর্তী অঞ্চল।
আসলে যাঁরা মিরিক লেক দেখেছেন এই সুমেন্দু লেক সেই মিরিক লেকই। স্থানীয়দের কাছে এই লেকটি সুমেন্দু লেক নামেই পরিচিত। মিরিক শব্দটির অর্থ অগুনে পুড়ে যে জায়গা তৈরি হয়। লেকের উপরে রয়েছে একটি পুল। যার নাম ইন্দ্রাণী পুল। ৮০ ফুট লম্বা সেতুটি। যেটি পার করে লেকের এপ্রান্ত থেকে ওপ্রান্ত যাওয়া। এই লেকে বোটিংয়ের বন্দোবস্তও রয়েছে। তবে লেকের উপরের সেতুটি রিল প্রেমি আর সেলফি প্রেমীদের প্রাণ কেন্দ্র। কারণ সেতুর উপরে দাড়িয়ে গোটা লেকটা দেখা যায়। সেতুটে বোটিং করতে জনপ্রতি ১০০ টাকা করে ভাড়া লাগে। আধঘণ্টার মতো সময় দেওয়া হয় গোটা লেক ঘোরার জন্য। সবুজ পাইন গাছের সারি গোটা লেকটাকে ঘিরে রেখেছে। একবার ঘুরে আসুন এই লেকে। মন ভরে যাবে আনন্দে।