এমন ঘটনা সাধারণত ঘটে না। গত বেশ কয়েক বছর ধরেই আসানসোলের গোপালনগর ক্রিকেট ক্লাবের উদ্যোগে আয়োজিত কালীপুজোর প্রতিমা হচ্ছে ৩০ ফুট। কিন্তু গতকাল রাতে হঠাৎ সেই প্রতিমা ভেঙে পরে। কেউ কিছু বুঝে ওঠার আগেই প্যান্ডেলের ভিতরে হুড়মুড়িয়ে ভেঙে যায় প্রতিমা।
এমন পরিস্থিতিতে কারিগর থেকে পুজো উদ্যোক্তারা শুরু করেছে কান্নাকাটি। কেমন করে পড়ে গেল বুঝে উঠতে পারছেন না কারিগররা। অন্য মূর্তি এনে কালীপুজো হবে এবং মেলাও হবে বলে অবশেষে জানালেন উদ্যোক্তাদের মধ্যে থাকা সদস্য তাপস ঘোষ। তারা মনে করছেন, দানার কারণে যে ব্যাপক বৃষ্টি হয়, তার জন্য প্রতিমা ঠিক মতো শুকোয় নি। তার ফলে এমন বিপত্তি ঘটেছে। খুব দ্রুততার সঙ্গে তারা বিকল্প মূর্তি আনার ব্যবস্থা করেন।
ওই পুজোর পাশাপাশি খেলার ওই মাঠে মেলার আয়োজনও করা হয়। একসপ্তাহ ধরে এই গোপালনগর এলাকা জমজমাট হয়ে থাকে। নানা সংস্কৃতিক অনুষ্ঠান হয়। আসানসোল ছাড়াও বহু মানুষ কালীপুজোর সময় আসেন এই পুজো মন্ডপে এত বড় প্রতিমা দেখতে। শহর থেকে মানুষ আসেন এখানে কালীপুজো দেখতে। এই ঘটনায় সকলেই মর্মহত। কালীপুজোর এক উদ্যোক্তা তাপস ঘোষ বলেন, ‘আমাদের মন খুব ভারাক্রান্ত। এমন ঘটনায় চোখে জল চলে এসেছে। তবে মায়ের পুজো তো বন্ধ হতে পারে না। আমরা সকলে মিলেই নতুন উদ্যমে মায়ের পুজো করব।’