হ্যাঁ অবশ্যই কাঁচা হলুদ সবচেয়ে বেশি ফলপ্রসূ। একাধিক কারনেই আধুনিক সভ্যতার একটি দান হলো -‘পাইলস’। আয়ুর্বেদ শাস্ত্র মতে পাইলসের মহৌষধ হলো কাঁচা হলুদ। কিভাবে তা ব্যবহার করবেন?
পাইলসের রুগিরা একটা কাজ অভ্যাস করে ফেলুন তা হলো প্রতিদিন সকালে ১ইঞ্চি মতো কাঁচা হলুদ ৫/৬টা নিমপাতার সঙ্গে চিবিয়ে খেয়ে তারপরে ব্রাশ করে নিন।
বাইরে থেকে কাঁচা হলুদ ব্যবহারের রীতি জানিয়েছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা। তাঁদের মতে –
- হলুদ ও নারকেল তেল অথবা হলুদ ও পেয়াঁজের রস,কিংবা হলুদ ও এলোভেরা জেল মিশিয়ে সেই মিশ্রণ প্রতিদিন ২/৩ বার ক্ষত স্থানে লাগান। অল্পদিনের মধ্যেই ফল পাবেন।