সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য কান্ড হাতে পেয়ে ছেড়ে দিতে রাজি না তৃণমূল কংগ্রেস। আর তাই বরানগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জী আজ, মঙ্গলবার বিকেল ৪টের সময় পথে নামছেন দলীয় কর্মীদের নিয়ে। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় সোমবার লেখেন, “আপনাদের কাছে অনুরোধ সকলে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করুন ও এই নক্কারজনক ঘটনার বিরুদ্ধে গর্জে উঠুন।’’ সূত্রের খবর, আজ বিকেলে উত্তর বরানগর ও দক্ষিণ বরানগর থেকে দুটি মিছিল বের হবে তৃণমূলের। আর তা এসে মিলিত হবে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে। মিছিলেন নেতৃত্ব দেবেন বিধায়ক সায়ন্তিকা।
রাজনীতির ময়দানে এটা স্বাভাবিক। তবে নাগরিক মহলের প্রশ্ন,’অপরাধ প্রমাণিত না হলে, সে অপরাধী নয়’ – মুখ্যমন্ত্রীর এই বার্তার পরেও তৃণমূল কংগ্রেস কি করে তন্ময় ভট্টাচার্যকে অপরাধী বানিয়ে দিলেন। তাছাড়াও তন্ময় ভট্টাচার্যের একগুচ্ছ প্রশ্নের উত্তর কিন্তু এখনও অভিযোগকারিণীর কাছ থেকে পাওয়া যায় নি।