অনেকটা সাম্প্রতিক রাজনৈতিক নেতাদের দল পাল্টানোর মতো আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। কয়েকদিন আগেই হঠাৎ দ্রুত তাপমাত্রা নেমে গেলো। আর গতকাল থেকে হু হু করে তাপমাত্রা বেড়ে চলেছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, নিম্নচাপের প্রভাবে ফের রাজ্যের তাপমাত্রা বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার থেকে আগামী কয়েকদিন রাজ্যের সব জায়গার তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস অবধি বৃদ্ধি পেতে পারে। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র দেখা যাবে এক চিত্র। জানা যাচ্ছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে রূপান্তরিত হতে চলেছে। তার প্রভাবেই বাংলার তাপমাত্রা বাড়তে চলেছে বলে খবর। সেই নিম্নচাপ তামিলনাড়ু উপকূলের দিকে এগোতে চলেছে। হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ শুষ্কই থাকবে। এদিকে গতকাল শহর কলকাতার (Kolkata Weather Update) তাপমাত্রা রবিবারের চেয়ে একটু বৃদ্ধি পেয়েছে। রবিবার মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে উত্তরের কালিম্পং এবং দার্জিলিংয়ে অল্পবিস্তর বর্ষণ হতে পারে। সকালের দিকে কিছু কিছু জায়গায় সামান্য কুয়াশা থাকলেও, ঘন কুয়াশার সতর্কতা দেয়নি হাওয়া অফিস।