Water Dew in Clear Glass Panel

পুজোর কেনাকাটা কি মাটি! বঙ্গোপসাগরের উপর ফের ঘনাচ্ছে নিম্নচাপ, সপ্তাহ জুড়ে বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণে

দুটি ঘূর্ণাবর্ত আছে। আর তার প্রভাবে সোমবার বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। সেই নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হবে। মহালয়ার ঠিক আগে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে?পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আরও একটি উত্তর থাইল্যান্ড এবং সংলগ্ন এলাকার উপরে আছে। যা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আর সেই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে সোমবার নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তার প্রভাবে সেপ্টেম্বরের শেষের দিকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে পশ্চিমবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ এইচআর বিশ্বাস বলেন, ‘বুধবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে বলে মনে করছি আমরা। ঠিক কোথায় নিম্নচাপ তৈরি হবে এবং কোন পথে অগ্রসর হবে, সেটা এখনও পুরোপুরি স্পষ্ট না হওয়ায় কলকাতা এবং দক্ষিণবঙ্গের উপরে ঠিক কী প্রভাব পড়বে, তা স্পষ্ট নয়। সোমবারের মধ্যে সেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।’ আপাতত শুধুমাত্র বুধবার দক্ষিণবঙ্গের চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই চারটি জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর) ভারী বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে কিনা, তা সোমবার নিম্নচাপ তৈরি হলে বোঝা যাবে।

পুজোর কেনাকাটা কি মাটি! বঙ্গোপসাগরের উপর ফের ঘনাচ্ছে নিম্নচাপ, সপ্তাহ জুড়ে বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণে Read More »