Travonews.in

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন অশ্বিন

 

ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রে যথেষ্ট খারাপ খবর। অনেকেরই বিশ্বাস,অশ্বিনের মধ্যে এখনও যথেষ্ট ক্ষমতা আছে ক্রিকেটকে দেওয়ার মতো। ২০১১ সালে বিশ্বজয়ী দলের সদস্যের ঠিক তার আগের বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক ঘটেছিল। ২০১১-তেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট অশ্বিনের। লাল বলের ক্রিকেটে তার গড়েছেন একের পর এক রেকর্ড। ১০৬টি টেস্টে ৫৩৭টি উইকেটের মালিক তিনি। একমাত্র ভারতীয় তারকা হিসেবে চারবার একই টেস্টে সেঞ্চুরি এবং পাঁচ উইকেট নেওয়ার নজিরও গড়েছেন তিনি। পাঁচদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি সিরিজ সেরা হওয়ার রেকর্ডও তাঁর ঝুলিতেই। এহেন তারকার বিদায়বেলায় ড্রেসিংরুমে বসেই ভিজল চোখ। তার মধ্যে এখনও ক্রিকেট আছে। তবুও তিনি ছেড়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেট।

ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্রয়ের পর আচমকাই সাংবাদিক সম্মেলনে হাজির রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। অধিনায়ক রোহিত শর্মাকে পাশে নিয়ে অবসরের (Retirement) কথা জানিয়ে দেন তিনি। বলেন, “আজ থেকে জাতীয় দলের হয়ে আর খেলব না। এখনও আমার মধ্যে ক্রিকেট বাকি আছে। তাই ক্লাব স্তরে খেলা চালিয়ে যাব। কিন্তু দেশের হয়ে এখানেই শেষ করলাম। আমার সতীর্থ এবং কোচেদের অনেক ধন্যবাদ। ইতিমধ্যেই আমার অনেক সতীর্থ অবসর নিয়েছে। আজ আমার দিন। রোহিত, বিরাট, অজিঙ্ক, পূজারাদের কাছে কৃতজ্ঞ। অনেক ক্যাচ ধরে আমায় উইকেট পেতে সাহায্য করেছে।”
দীর্ঘ ১৪ বছরের কেরিয়ার শেষে আবেগঘন স্পিনার জানালেন, ক্রিকেটের জন্যই জীবনে সব পেয়েছেন। তাঁর বিদায়ের সঙ্গে নিঃসন্দেহে আধুনিক ভারতীয় স্পিনের বর্ণোজ্জ্বল এক অধ্যায়ের অবসান ঘটল।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *