
Sontu: ‘আমার মা পাখি…আকাশের তারা’, মারা গেল সকলের আদরের ‘Sontu’, কী রোগ হয়েছিল তার? জানুন
Sontu Death: বাংলাদেশের খুলনার এই সারমেয়র ৮ বছর বয়সে মৃত্যু হল। সমাজমাধ্যমে অত্যন্ত জনপ্রিয় সন্তু। ভারত এবং বাংলাদেশ, দুই দেশেই তাঁর ফ্যান, ফলোয়ারের সংখ্যা লক্ষ লক্ষ।*”আমার মা পাখি পৃথিবীর সব আলো নিভিয়ে আকাশের তারা হয়ে গেছে। ২৬শে এপ্রিল, ২০১৬ – ২ মার্চ ২০২৫, রাত ১১টা ১৫ মিনিটে, ৮ বছরের প্রাণ প্রদীপ, আমার প্রাণ পাখি, আমার প্রান নিয়ে চলে গেছে।” এই পোস্ট সমাজ মাধ্যমে ভেসে উঠতেই সকলের চোখে জল। মারা গিয়েছে ‘সেলিব্রিটি ডগ’ সন্তু।*বাংলাদেশের খুলনার এই সারমেয়র ৮ বছর বয়সে মৃত্যু হল। সমাজমাধ্যমে অত্যন্ত জনপ্রিয় সন্তু। ভারত এবং বাংলাদেশ, দুই দেশেই তাঁর ফ্যান, ফলোয়ারের সংখ্যা লক্ষ লক্ষ।*ফেসবুকের আপডেট অনুযায়ী, বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিল সন্তু।