শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের বানেশ্বর মোড়ের কাছে একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে মঙ্গলবার রাতে আচমকাই ওই গ্যারেজে থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখতে পান স্থানীয়রা। এই দেখে আতঙ্কিত হয়ে পরেন স্থানীয়রা। এবং তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় পুলিশ ও দমকলকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন। এরপর দমকলের কর্মীদের এক ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে আগুন গ্রাস করে নেয় গোটা গ্যারেজটিকে। তবে কিভাবে আগুন লাগল তা এখনো পর্যন্ত জানা যায়নি। যদিও আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল কর্মীরা।