Travonews.in

উঃ বঙ্গের গ্রামীন কলেজে অভিনব উদ্যোগ – সকলে অভিভূত

 

স্কুল কলেজের সঙ্গে ‘বই’ এর সম্পর্ক নিবিড়। কিন্তু এই সোশ্যাল মাধ্যমের যুগে সবচেয়ে বেশি অবহেলিত হলো সেই বই। সেই কথা মাথায় রেখেই উঃ বঙ্গের একটি গ্রামীণ কলেজে বইমেলার আয়োজন করেছে। বানেশ্বর এলাকায় একেবারে গ্রামীণ একটি কলেজ নাম বানেশ্বর সারথীবালা কলেজ। শহরের অন্যান্য কলেজের তুলনায় এই কলেজের ছাত্র-ছাত্রীর সংখ্যা কিছুটা কম। তবে এই কলেজ থাকার কারণে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে বানেশ্বর এবং পার্শ্ববর্তী এলাকায় বহু ছাত্র-ছাত্রীরা। এই কলেজের মাঠেই এবার আয়োজন করা হল বিশেষ বই মেলার। এই বইমেলা বিগত দুই বছর ধরে আয়োজন করা হচ্ছে। চলতি বছরে মেলার তিন বছরে পদার্পণ। সেই মেলায় ছাত্র ছাত্রীদের ভিড় চোখে পড়ার মতো।

এই বই মেলার উত্তরবঙ্গের ভাল মানের কিছু বই প্রকাশনা সংস্থা নিজেদের বইয়ের সম্ভার নিয়ে হাজির হয়েছে। ডিস্ট্রিক্ট লাইব্রেরী অফিসার শিবনাথ দে জানান, “এই ধরনের বই মেলা প্রত্যেকটি কলেজে আয়োজন করা উচিত। বইয়ের প্রতি ছাত্র-ছাত্রীদের ভালবাসা বাড়িয়ে তুলতে এই ধরনের মেলা অনেকটাই কার্যকর।” কলেজের প্রিন্সিপাল ডঃ নরেন্দ্র নাথ রায় জানান, “কোচবিহার জেলা বইমেলা আয়োজন করা হয় জেলা শহরের মাঝে। তাই দূর-দূরান্ত থেকে এসে বইমেলা উপভোগ করতে পারেন না বহু মানুষ। এই মেলায় বেশ কিছু ভাল মানের বই প্রকাশনা সংস্থা এসেছেন নিজেদের বইয়ের সম্ভার নিয়ে। ফলে বেশ কিছু ভাল বই কেনার সুযোগ পাবে এই এলাকার মানুষ ও ছাত্র-ছাত্রীরা।”সবাই খুশি এই নতুন উদ্যোগে।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ