Travonews.in

বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের অভিনব কৌশল ভেস্তে দিলো BSF

 

চোরের সাত দিন তো পুলিশের একদিন। এই প্রবাদ আবার সত্য হলো ভারত-বাংলাদেশ স্বরূপনগর সীমান্তে। ভারত বাংলাদেশ সীমান্তে অভিনব উপায়ে সোনা পাচারের চেষ্টা রুখল বিএসএফ জাওয়ানরা। স্বরূপনগরের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দোহারকান্দা সীমান্তবর্তী এলাকা থেকে এক সোনা পাচারকারীকে আটক করল ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের জাওয়ানরা। ভারতীয় সীমান্তবর্তী স্বরূপনগরের বিথারী সীমান্ত দিয়ে এক পাচারকারী গোপন অঙ্গের ভিতরে সোনা ঢুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার করার চেষ্টা করছিল। কিন্তু দেশ রক্ষা হলো না। ধরা পরে গেলো BSF এর হাতে।

অভিযুক্ত আব্দুল আজিজকে দেখেই সন্দেহ হয় BSF আধিকারিকদের। তার কাগজপত্র ঠিক ছিল। কিন্তু আচরণ ঠিক ছিলো না। সন্দেহভাজন অবস্থায় আব্দুল আজিজ গাজী নামে এক পাচারকারীকে বিএসএফ প্রথমে আটক করে। স্ক্যান ডিরেক্টর দিয়ে তার শরীর স্ক্যান করতেই শরীরের ভিতরে কোনও ধাতু আছে বলে জানতে পারে বিএসএফ জওয়ানরা। তারপর তাকে বিএসএফ ক্যাম্পে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার পর তিনি স্বীকার করেন, বাংলাদেশ থেকে সোনা ভারতে পাচার করার চেষ্টা করছিল। ওই পাচারকারী প্রথমে সোনার কিছু টুকরো নিয়ে কনডমের ভেতরে ঢোকায়। তারপর সোনা ভর্তি কনডম মলদ্বারের মধ্যে ঢুকিয়ে ভারতে আসার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে নিয়ে গ্রামীণ হাসপাতালে এক্সরে করানোর পর তার মলদ্বারের গহ্বরে লুকানো সোনার বিস্কুটের উপস্থিতি নিশ্চিত করা হয়। এখন অপারেশন করে বের করা হবে সেই সোনা।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ