Travonews.in

শ্রীরামপুরে ‘ভাষাবাগান’-এর বর্ণাঢ্য অনুষ্ঠান

 

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তার প্রাক্কালে মানুষের দাবি মেনে সংস্কারের কাজ চলেছে শ্রীরামপুরের ভাষাবাগানে। পুর-পারিষদ সন্তোষ সিংহ জানান, ভাষা স্মারক স্তম্ভের ভেঙে যাওয়া অংশ সংস্কার ও রং করা হয়েছে। উদ্যানে টাইলস পাতা হয়েছে। সিসি ক্যামেরা বসছে। আজ এখানেই হবে ভাষা দিবসের অনুষ্ঠান। শুরু হয়েছে সেই বর্ণাঢ্য অনুষ্ঠান। ২০১৮ সালে রায়ঘাটের পাশে গঙ্গাপারে পুর-কর্তৃপক্ষ ভাষা স্মারক স্তম্ভ তৈরি করেন ‘আ মরি বাংলা ভাষা’ নামে একটি সংগঠনের পরিকল্পনায়। সামনে উদ্যান তৈরি করা হয়। নাম হয়, ‘ভাষাবাগান’। আন্তর্জাতিক ভাষা দিবস-সহ নানা অনুষ্ঠান হয় এখানে। আজ এলাকার শিক্ষিত ও সাহিত্য অনুরাগী মানুষ সকাল থেকেই ভিড় করেছেন এখানে।

স্মারক স্তম্ভের চূড়ায় একটি ‘অ’ অক্ষরকে আগলে রয়েছে দু’টি হাত। তারই একটি ভেঙে গিয়েছিল। গত বছর ভাষা দিবসের অনুষ্ঠান হয় ভাঙা অংশে থার্মোকলের হাত লাগিয়ে। সংগঠনের তরফে বিষয়টি লিখিত ভাবে পুরসভায় জানানো হয়। সংগঠনের সম্পাদক সমীর সাহা বলেন, ‘‘পুরসভা প্রতিশ্রুতি রক্ষা করায় আমরা খুশি।’’ স্মারক স্তম্ভের দূরবস্থা নিয়ে কয়েক মাস আগে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন সৌমিত্র দেব নামে এক যুবক। তিনি বলেন, ‘‘সংস্কার হচ্ছে, খুব ভাল। উপযুক্ত ভাবে রক্ষণাবেক্ষণ হোক।’’

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ