Travonews.in

চাপদানিতে সহপাঠির মারে মৃত্যু স্কুল ছাত্রের

 

এই মর্মান্তিক ঘটনায় চরিদিকে শোকের ছায়া নেমে এসেছে। স্কুলে বন্ধু বান্ধবদের মধ্যে ছোট খাটো ঝগড়া মারামারি হয়। কিন্তু তাই বলে ‘মৃত্যু’! এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে হুগলীর চাঁপদানী আর্য বিদ্যাপিঠ স্কুলে। মৃত পড়ুয়ার নাম অভিনব জালান (১৫)। জানা গিয়েছে, স্কুলে ক্লাস চলছিল। একটা নাগাদ ক্লাস টেনের সহপাঠীদের মধ্যে মারামারি হয়। অভিযোগ, অভিনবকে সেই সময় বুকে ঘুসি মারে এক সহপাঠী। সে লুটিয়ে পড়ে যায়। তড়িঘড়ি স্কুলের শিক্ষক এবং এলাকার লোকজন তাকে টোটো করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় ভদ্রেশ্বর থানার পুলিশ। খবর পেয়ে হসপিটালে ছুটে আসে বাড়ির লোকেরা।

এই নিয়ে চাপদানি অঞ্চলের মানুষ ভিড় করে স্কুলে ও হসপিটালে। প্রতিক্রিয়া দেন স্কুলের প্রধান শিক্ষক। তিনি জানান, তিনি ঘটনার সময় স্কুলে ছিলেন না। মাধ্যমিক পরীক্ষার জন্য অন্য স্কুলে গিয়েছিলেন। খবর পেয়ে তিনি হাসপাতালে চলে আসেন। শুনেছেন স্কুলের একই ক্লাসের দুই ছেলের মধ্যে মারামারি হয়েছে। চাপদানি ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের স্বামী বিক্রম গুপ্তা জানান, “স্কুলের মধ্যে মারামারি হয়েছে। একটা ছেলে অজ্ঞান হয়ে গিয়েছে শুনেছি। জানতে পেরে আমরা টোটো করে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু বাঁচাতে পারিনি।” দুঃখে সকলেই কাতর। এদিকে মৃত ছাত্রের বাবা গনেশ জালান বলেন, “শিক্ষকদের সামনে কী করে ছাত্ররা মারামারি করে? স্কুলে কোনও পড়াশোনা হয় না। আমার ছেলের মৃত্যু জন্য যে দায়ী তার শাস্তি চাই। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে।”

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ