সকালেই ট্যাংরায় এক মর্মান্তিক ঘটনা সামনে আসে। একই পরিবারের তিনজনের রক্তাক্ত দেহ দেখতে পায় প্রতিবেশীরা। মৃতদের মধ্যে ২ জন মহিলা ও একজন শিশু। কীভাবে মৃত্যু? আত্মহত্যা নাকি খুন? কারণ কী? এহেন একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। রয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরাও। ঘটনার কিছুক্ষণের মধ্যে আটক করা হয়েছে ২ যুবককে। সম্পর্কে তাঁরা ভাই। কিন্তু ঘটনা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, ট্যাংরার শীল লেনের অতুল শূর লেনের বাসিন্দা মৃতদের পরিবার। বুধবার সকালে প্রতিবেশীরা ওই বাড়ির কারও কোনও সাড়াশব্দ পাননি। তাতেই তাঁদের সন্দেহ হয়। এরপরই প্রকাশ্যে আসে হাড়হিম কাণ্ড।
কেন এমন নির্মম ঘটনা ঘটলো তা নিয়ে সন্দীগ্ধ পুলিশ। মৃতদের মধ্যে ২ জন মহিলা, একজন শিশু। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় ট্যাংরা থানার পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ইতিমধ্যেই প্রণয় দে ও প্রসূন দে নামে ২ জনকে আটক করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতরা পালানোর চেষ্টা করছিলেন। এদিকে ময়নাতদন্তের রিপোর্ট হাতে মিললেই স্পষ্ট হবে মৃত্যুর কারণ। দুটি বিষয়ের সম্ভাবনার কথা পুলিশ জানিয়েছে। হয় তাদের খুন করা হয়েছে অথবা একজন বাকি দুজনকে খুন করে নিজে আত্মাহত্যা করেছে। ময়না তদন্ত থেকে সবটা সামনে আসবে।