নিত্য নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে এক অভিনব প্রতারনা চরক্রের হদিশ পাওয়া গেলো খোদ কলকাতা শহরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে সার্ভে পার্ক থানা এলাকার কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের এটিএমে টাকা তুলতে গিয়ে বিপত্তিতে পড়েন দুই গ্রাহক। তাঁরা টাকা তুলতে এটিএম কার্ড ব্যবহার করেন। পিন দেওয়ার পরেও টাকা বেরচ্ছে না দেখে এটিএমের ভিতরে দেওয়া ট্রোল ফি নম্বরে ফোন করেন। ফোন তোলেন এক ব্যক্তি। তিনি দুই গ্রাহককে একাধিক নির্দেশ দেন। ফোন কল থেকে পাওয়া নির্দেশ অনুযায়ী, মোবাইলের নানান অপশনের ক্লিক করেন তাঁরা। ব্যস, তাতেই সব শেষ। কিন্তু ব্যাংকের দেওয়া নম্বর থেকে এটা মী করে হলো তা বুঝে উঠতে পারছে না প্রতারিতরা।
প্রতারিত দুই গ্রহক জানিয়েছেন, এই ঘটনার ঘণ্টাখানেক পর দুই গ্রাহকের মোবাইলে একের পর এক টাকা তোলার মেসেজ আসতে থাকে। তাঁরা দেখেন অ্যাকাউন্ট থেকে উধাও টাকা। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে সার্ভে পার্ক থানায় অভিযোগ জানান তাঁরা। পুলিশের কাছে প্রতারিত এক ব্যক্তি অভিযোগ জানিয়েছেন, তাঁর ২৫ হাজার টাকা গায়েব। অন্যজনের দাবি, তাঁর অ্যাকাউন্ট থেকে লাখখানেক টাকা বেশ কয়েক দফায় সরানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। স্বাভাবিক কারণেই শঙ্কিত সাধারণ মানুষ।