Travonews.in

এগরায় সরকারি জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ

 

যখন সরকারি জমি উদ্ধারের জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, তখনই এগরায় সরকারি জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠলে এক তৃণমূল নেতার শাশুড়ির বিরুদ্ধে। কলেজের জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের এগরায়। মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে এলাকাবাসী। অভিযোগ, এগরার সারদা শশীভূষণ কলেজের ২ ডেসিমেল জায়গা হস্তান্তর করা হয়েছে এক মহিলাকে। যিনি ওই জমি নিয়েছেন বলে অভিযোগ, তিনি পেশায় এগরা কলেজের শিক্ষাকর্মী। অন্যদিকে, ওই মহিলা সম্পর্কে এগরা শহর তৃণমূলের সভাপতি উদয় পালের শাশুড়ি। স্বাভাবিক কারণেই অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে।

১৫ লক্ষ টাকার কলেজের জমি কী করে তার হাতে গেলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে – কে বা কারা এর পিছনে আছে? জানা গিয়েছে, গত ৩১ জানুয়ারি এগরা কলেজের অধ্যক্ষ দীপক তামিলি অবসর নিয়েছেন। তার ঠিক ৩ দিন আগে অর্থাৎ গত ২৮ জানুয়ারি এগরা কলেজের ২ ডেসিমিল জায়গা পম্পা নন্দ নামে ওই অশিক্ষক কর্মীকে দেওয়া হয়। নামমাত্র মূল্যে সেই জমি হস্তান্তর করা হয়েছে বলে অভিযোগ। সাধারণ মানুষের প্রশ্ন, যে জমির সরকারি মূল্য ১৫ লক্ষ ৫১ হাজার টাকা, সেই জমি কী করে ৫ লক্ষ ৫১ হাজার টাকায় বিক্রি করা হল? সরকারি জায়গা সরকারি মূল্যের কমে বিক্রি হল কীভাবে। সরকারি জায়গা বিক্রির ক্ষেত্রে কলেজ পরিচালন কমিটি কী করে ছাড়পত্র দিল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এ ব্যাপারো কোনও সঠিক তথ্য দিতে পারছেন না কেউ। গত ৬ ফেব্রুয়ারি এগরার মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ