Travonews.in

Indian Rupee is Declining – Indian Economy Facing a Crisis:দাম কমছে ভারতীয় রুপীর – সংকটে পড়তে চলেছে ভারতীয় অর্থনীতি

দাম কমছে ভারতীয় রুপীর - সংকটে পড়তে চলেছে ভারতীয় অর্থনীতি
দাম কমছে ভারতীয় রুপীর – সংকটে পড়তে চলেছে ভারতীয় অর্থনীতি

ট্রাম্প(Trump) চেয়ারে বসার পরেই নাড়া পড়েছে বিশ্ব বাণিজ্যর। ভারত সহ একাধিক দেশ বেশ আর্থিক সমস্যার মুখোমুখি। অর্থনৈতিক জার্নাল-এ প্রকাশ, ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্নে নেমেছে। ডলারের বিপরীতে সোমবার (০৩ ডিসেম্বর) এক রুপির দর রেকর্ড সর্বনিম্ন ৮৭ দশমিক ২৯-তে এ দাঁড়িয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো(Mexico) এবং চীনের ওপর শুল্ক আরোপের পর তার প্রভাব পড়েছে ভারতীয় মুদ্রায়ও। সংবাদমাধ্যমটি আরও বলছে, ট্রাম্পের গৃহীত এই পদক্ষেপে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এটি চলতে থাকলে ভারতসহ উন্নয়নশীল দেশগুলো তার বড় ভুক্তভোগী হবে। এই মুহূর্তে ভারতকে উঠতে গেল আলোচনায় বসে দরকার আমেরিকার সঙ্গে। এই সংকট থেকে বেরিয়ে আসার সঠিক পথ
দেখাতে পারে ট্রাম্প।

আরও পড়ুন

 

“Condemn those who wish to erase history.” – Sheikh Hasina:”যারা ইতিহাস মুছে ফেলতে চায়, তাদের ধিক্কার জানাও।” – শেখ হাসিনা

 

ট্রাম্প শুরু করেছেন বাণিজ্যক যুদ্ধ। যার প্রভাব পড়েছে ভারতে। কানাডা, মেক্সিকোর ওপর ২৫ শতাংশ এবং চীনের(China) ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প বাণিজ্য যুদ্ধের প্রথম পদক্ষেপ নিয়েছেন। দ্রুতই এটি বিশ্ব বাণিজ্য যুদ্ধে রূপ নিতে পারে। তারা আরও জানান, বৈশ্বিক বাজারে মার্কিন ডলারের ব্যাপক চাহিদার ফলে ভারতীয় রুপির মান ক্রমাগত কমে যাচ্ছে। গত বছরের নভেম্বর থেকেই ক্রমাগত ভারতীয় রুপির দরপতন ঘটছে। নানা চেষ্টা করেও এটা থামানো যাচ্ছে না। সর্বশেষ শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর ছিল ৮৬.৬২। আজ সোমবার তা ৬৭ পয়সা কমে ডলারের(Dollar) বিপরীতে ৮৭.২৯ এ দাঁড়িয়েছে।

#ট্রাম্প #মেক্সিকো #চীন #ডলার

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ