সারা দেশকে নাড়া দিয়ে গিয়েছিলে সইফ(Saif) প্রসঙ্গ। ১৫ জানুয়ারি মধ্যরাতে সইফ(Saif) নিজের বাড়ির ১১ তলায় জনৈক ব্যক্তি দ্বারা আক্রান্ত হন। প্রাথমিক ধারণা ছিলে সে চুরি করতে এসেছিলো। তারপরে সেই নিয়ে প্রচুর আলোচনা হয়। এবার সেই ঘটনার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন, তসলিমা নাসরিন(Taslima Nasrin)। সোশ্যাল মিডিয়ায়(Social Media) তিনি লিখলেন, “সইফ আলি খানের(Saif Ali Khan) কোনও গল্পই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। যে লোকটাকে ধরা হয়েছে, আর যে লোকটাকে সিসিটিভি ক্যামেরায়(CCTV Camera) দেখা গেছে , তারা এক লোক বলে মনে হচ্ছে না। বিখ্যাত এবং ধনাঢ্য মানুষদের বিল্ডিং(Building)-এ কোনও সিকিউরিটি গার্ড(Security Guard) নেই, বিশ্বাস করা যায় না।” এমন কিছু যুক্তি তিনি তুলেছেন, যা সত্যি আলোচনার বিষয়।
আরও পড়ুন
Silent Mayor!!! So, Who Is Responsible For These:নিরুত্তর মেয়র!!!শহরে পর পর এই সর্বনাশের দায় তা হলে কার?
তসলিমা(Taslima) লেখেন, “সবচেয়ে বেশি অবিশ্বাস্য, সইফ(Saif) ছুরিকাঘাত করার পর বিল্ডিং(Building) থেকে নির্বিঘ্নে চোর বাবাজি বেরিয়ে গেল। হেঁটে ১১ তলার সিঁড়ি পার হল, গেট(Gate) পার হল। না দারোয়ান, না সইফ(Saif) বাড়ির কোনও কাজের লোক, কেউ এসে তাকে আটকাল না। সইফ(Saif) হাসপাতালের পথে সঙ্গ দিতে হল সাত বছর বয়সী তৈমুরকে। তাও আবার অটোয়(Auto)। করিনা(Karina) অথবা কোনও আত্মীয় বা প্রতিবেশী কেউ গাড়ি চালিয়ে নিয়ে গেল না হাসপাতালে, বিশ্বাসযোগ্য নয়।” শুধু তসলিমা(Taslima) নন, এই নিয়ে মহারাষ্ট্রে(Maharashtra) অনেকেই প্রশ্ন তুলেছেন। তাঁরাও এই ঘটনার সত্যতা নিয়ে সোশ্যাল মিডিয়ায়(Social Media) সওয়াল করছেন। তসলিমা(Taslima) এ কথাও বলেন, ছবিতে যাকে দেখা গেছে আর যিনি গ্রেফতার হয়েছেন – তারা কি একই ব্যক্তি?