Travonews.in

HMPV ভাইরাসে আক্রান্ত শ্রেয়া পান্ডের ৬ বছরের মেয়ে

 

HMPV ভাইরাসের উপস্থিতি আগেই পাওয়া গিয়েছিল কলকাতায়। এবার আরও একজনের রক্তে মিললো ওই ভাইরাস। মানিকতলার তৃণমূল বিধায়ক সুপ্তি পান্ডের নাতনিও আক্রান্ত হয়েছে HMPV ভাইরাসে। সুপ্তির মেয়ে শ্রেয়া পান্ডে নিজে ভিডিয়ো বার্তায় সে কথা জানিয়েছেন। বাড়িতে রেখেই চিকিৎসকের পরামর্শে ছ’বছরের মেয়েকে চিকিৎসা করান শ্রেয়া। বর্তমানে সুস্থ রয়েছে তাঁর মেয়ে। অকারণে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এর জন্য কোয়ারেন্টিন থাকারও কোনও প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিনি।

শ্রেয়া জানান ১৫ ডিসেম্বর থেকেই তার মেয়ে শর্দি কাশি ও জ্বরে ভুগছিল। তাদের মনে হয়েছিল এটা সাধারণ কোনো জ্বর নয়। এরপরই পরীক্ষা হয়। ‘বায়োফায়ার রেসপিরেটরি প্যানেল ২.১’ এই পরীক্ষা করাই। এই পরীক্ষায় সব রকমই ভাইরাস ধরা পড়ে। তবে চিকিৎসকেরা জানাচ্ছেন যে আতঙ্কের কোনো কারণ নেই। কিন্তু ছোটদের সাবধানে থাকতে হবে। নিয়মিত হাত ধুতে হবে ও মাস্ক ব্যবহার করতে হবে।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ