
যাকে বলে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা,বাংলাদেশ(Bangladesh) তাই করে চলেছে কয়েক মাস ধরে। বাংলাদেশের(Bangladesh) একাধিক নেতা মন্ত্রী বার বার করে চিকেন নেক(Chicken Neck) ও সেভেন সিস্টার(Seven Sister) দখলের কথাও বলেছেন। এবার দেখা যাচ্ছে বাংলাদেশ(Bangladesh) সেনার অতি তৎপরতা। উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, গত কয়েক মাস ধরে উত্তরবঙ্গের সীমান্তে ক্রমশ বাড়ছে বাংলাদেশি(Bangladeshi) সেনাবাহিনীর গতিবিধি। বিশেষ করে চিকেন নেকের(Chicken Neck) কাছে বেড়েছে বাংলাদেশি(Bangladeshi) সেনার অস্থায়ী ক্যাম্প(Camp)। এমনকী বিজিবির গুলির আওয়াজে রাতে ঠিক করে ঘুমাতে পারছেন না সীমান্তবর্তী বহু গ্রামের বাসিন্দারা। উদ্বেগ বাড়ছে BSF এর। বাংলাদেশ(Bangladesh) বাড়িয়েছে তাদের সেনা মহড়া। বিষয়টা যে উদ্বেগের তা মনে করছে কূটনৈতিক মহল।
আর ও খবর পড়ুন
ঘুষ কাণ্ডে ট্রাম্পকে কি জেলে যেতে হচ্ছে?
গ্রামবাসীরা জানাচ্ছেন, মাঝে মাঝেই বিকট বিস্ফোরণের শব্দ পাচ্ছেন তাঁরা। গ্রামবাসীদের দাবি, গত কয়েক মাসে সীমান্তে বাংলাদেশি(Bangladeshi)সেনার উপস্থিতি অনেক বেড়েছে। বিজিবির আড়ালে সীমান্তে অস্থায়ী ক্যাম্প(Camp) তৈরি করছে তারা। রাত বাড়লেই সেখান থেকে আসছে গুলির শব্দ। সীমান্তের ওপারে সশস্ত্র বাহিনীর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে ভুগছেন উত্তর দিনাজপুরের হেমতাবাদের মাকড়হাট, চৈনগর, মালন, কৈলাডাঙ্গি, সনগাঁও, মালদোখণ্ডের মতো গ্রামের বাসিন্দারা। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তেও একই ছবি। এই বিষয়ের উপর নজর রাখছে ভারত সরকার।
#বাংলাদেশি(Bangladeshi) #চিকেন নেক(Chicken Neck) #BSF #সেভেন সিস্টার(Seven Sister)