Travonews.in

শিলিগুড়ির চম্পাসাড়ি মোড় এলাকায় একশোর উপরে অবৈধ দোকান ভাঙল পুরনিগম

 

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরব হয়েছিল। এরপরেই রাজ্যের প্রশাসন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ নির্মাণ ভেঙ্গে দিয়েছে। একই রকম শহর শিলিগুড়ির বিভিন্ন এলাকায় অবৈধ নির্মাণ ভেঙে দিয়েছে পুরনিগম। এবং যে সমস্ত অবৈধ নির্মাণ রয়েছে সেই সমস্ত অবৈধ নির্মাণের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে। ঠিক একইভাবে এদিন শহর শিলিগুড়ির ৪৫ নম্বর ওয়ার্ডের চম্পাশাড়ি মোড় এলাকায় অবৈধ একশোর দোকান ভেঙে গুঁড়িয়ে দিল শিলিগুড়ি পুরনিগম।

পুরনিগম সূত্রে জানা গিয়েছে কয়েক এক মাস আগে শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে এই দোকানগুলো ভাঙ্গার নোটিশ দেওয়া হয়। সেই সময় সামনে পুজো থাকার কারণে ব্যবসায়ীদের অনুরোধে ভাঙ্গা বন্ধ করে শিলিগুড়ি পুর নিগম। কিন্তু পাঁচ মাস কেটে গেলেও দোকান সরিয়ে নেওয়ার কোনরকম পদক্ষেপ ব্যবসায়ীদের পক্ষ থেকে না নেওয়ায় পুর নিগমের পক্ষ থেকে আবারও ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়।

সেখান থেকে দোকান উঠিয়ে নেওয়ার জন্য। তারপরও দোকান না সরানোর কারণেই এদিন পেলোডারে সাহায্যে দোকানগুলি ভেঙ্গে দেওয়া হয়। দোকান ভেঙ্গে দেওয়ার ফলে দোকান মালিকদের মাথায় হাত দোকান মালিকদের।

 

 

#Siliguri #ChampasariMore #IllegalShops #SiliguriNews

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ