স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) মোট ৬০০ টি শূন্যপদের জন্য নিয়োগ (SBI PO Recruitment 2025) করবে। এর মধ্যে জেনারেল হিসাবে ২৪০ জনকে নিয়োগ করা হবে। নবাকি সংরক্ষিত কোটার জন্য রাখা আছে। প্রবেশনারি অফিসার (PO) পদের জন্য এই নিয়োগ করা হবে। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিতে হবে। স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটেই এই তথ্য দেওয়া আছে।
দেশের অন্যতম বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সেই ব্যাঙ্কে কাজের সুযোগ। অনলাইনের (SBI PO Recruitment 2025) মাধ্যমে কাজ করা যাবে। এজন্য এই লিঙ্কে – sbi.co.in- ক্লিক করতে হবে। ওয়েবসাইট খুললেই “Career” অপশন দেখা যাবে। সেখানে ক্লিক করে রেজিস্ট্রশন করতে হবে। আর এভাবেই PO পদের জন্য আবেদন করা যাবে।
বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিও। শীঘ্রই এই শূন্যপদের জন্য যোগ্য এবং ইচ্ছুকদের আবেদন (SBI PO Recruitment 2025) করতে বলা হয়েছে।