Travonews.in

দিল্লিতে মোট ৭ জন লাইব্রেরিয়ান নিয়োগ হতে চলেছে

 

সাধারণ গ্রন্থগারগুলোর পাঠক সংখ্যা কমলেই বেশ কিছু গ্রন্থগার আছে যা গতিশীল। সেখানে প্রয়োজন দক্ষ লাইব্রেরিয়ান। দিল্লি’তে এই নিয়োগ হবে। Delhi Subordinate Services Selection Board (DSSSB) এই নিয়োগ করবে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছ। পুরুষ এবং মহিলা উভয়ই এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবে। আর তা করতে DSSSB এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে হবে। কিংবা এই লিঙ্কে – dsssbonline.gov.in ক্লক করেই এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা আগামী ৯ জানুয়ারি ২০২৫, দুপুর ১২ টার পর অনলাইনে আবেদন জানাতে পারবেন। তবে আবেদন করার শেষ তারিখ আগামী ৭ ফেব্রুয়ারি। DSSSB -এর ওয়েবসাইটে আপলোড করা আছে।

* কত টাকা বেতন –

যোগ্য প্রার্থী (DSSSB Recruitment 2025) পে লেভেল ৬ অনুযায়ী বেতন পাবেন। ফলে নুন্যতম ৩৫ হাজার ৪০০ টাকা থেকে সর্বোচ্চ ১১২৪০০ টাকা পর্যন্ত বেতন মিলতে পারে। এছাড়াও একাধিক সুবিধা আছে।

* কীভাবে নিয়োগ –

আবেদনকারীকে (DSSSB Recruitment 2025) প্রথমে পরীক্ষায় বসতে হবে। যেখানে মোট ২০০ টি প্রশ্ন জিজ্ঞেস করা হবে। প্রত্যেক প্রশ্নের জন্য আছে এক নম্বর। প্রশ্নপত্র সমাধানের জন্য প্রার্থীরা ১২০ মিনিট অর্থাৎ ২ ঘন্টা সময় পাবেন। কিছু ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা দেওয়া হবে। এপ্টিটিউড, জেনারেল নলেজ, ইংরেজি ভাষা এবং লাইব্রেরি সায়েন্সের মতো বিভাগ থাকবে প্রশ্নে।

* যোগ্যতা এবং বয়স –

নুন্যতম ১৮ বছর বয়স থেকে এই শূন্যপদে (DSSSB Recruitment 2025) আবেদন করা যাবে। আবেদনের সর্বোচ্চ বয়স ২৭ বছর। এই পদে আবেদনের ক্ষেত্রে যোগ্যতা জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি পড়ে নিতে হবে।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ