Travonews.in

যাদবপুর কাণ্ডে মদন মিত্রের আবার হুঙ্কার

 

গত শনিবার ঘটেছে যাদবপুর কান্ড। তারপর থেকে শাসক দলের নেতার হুঙ্কার দিয়েই চলেছে। ঘটনাচক্রে যাদবপুরের ছাত্র সংসদ বিরধিদের দেখেছে । ফলে একদিকে পড়ুয়ারা ও অন্যদিকে অরূপ বিশ্বাস, কুনাল ঘোষ, সায়নী ঘোষ ও মদন মিত্র ধমক দিয়েছিলেন। এবার আবার আসরে মদন মিত্র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। সায়নী ঘোষ থেকে কুণাল ঘোষ, অরূপ বিশ্বাস- কেউই হুঁশিয়ারি দেওয়া থেকে বিরত থাকেননি। এবার একই সুর কামারহাটির বিধায়ক মদন মিত্রের গলায়। ‘বাড়িতে পা রাখতে পারবেন কি না, খবর নিন’, এ কথাই বলতে শোনা গেল মদন মিত্রকে। এখন পড়ুয়াদের বাড়িতে বা পাড়ায় ঢুকতে না দেওয়া কিন্তু ভয়ঙ্কর প্রবনতা। গণতন্ত্রের পক্ষে বিপজ্জনকও বটে।

গত শনিবার একটি রাজনৈতিক কর্মসূচি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গিয়েছিলেন যাদবপুর ইউনিভার্সিটিতে। আর সেখান থেকেই শুরু গন্ডগোলের। ঘটনার পর অসুস্থ হয়ে পড়েন ব্রাত্য বসু। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। অন্যদিকে, গাড়ির ধাক্কায় আহত হন একাধিক ছাত্র। ওই ঘটনার পর এসএফআই-এর রাজ্য সম্পাদক শাসক দলকে বার্তা দিয়ে বলেছিলেন, ‘সবাই চালিয়ে খেলো।’ এবার পাল্টা হুঙ্কার দিতে শোনা গেল মদন মিত্রকে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মদন মিত্র বলেন, “যত কাণ্ড যাদবপুরে। যাদবপুরে পা রাখার কথা বলছেন, আগে নিজের বাড়িতে পা রাখতে পারবেন কি না, পাড়ায় সেই খবর নিন। পরিস্থিতি যেদিকে যাচ্ছে…।” একইসঙ্গে মদন মিত্র বলেন, “এমন খেলা খেলেছে যে বিধানসভায় শূন্য হয়ে গিয়েছে। তার নীচে তো আর নামা যায় না।”

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ