Travonews.in

তৃণমূল নেতার মৃতদেহ উদ্ধার পলতায়

 

উত্তর ২৪ পরগনার পলতায় শুক্রবার গভীর রাতে এক তৃণমূল নেতার দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরী হয়েছে। কেউ কেউ এটাকে দুর্ঘটনা বললেই ওই নেতার পরিবারের দাবি, তাকে খুন করা হয়েছে। হান্নান গাজি নামে ওই নেতার মাথায় গভীর ক্ষত চিহ্নও দেখা গিয়েছে। আঘাত পায়েও। যা দেখে পরিবারের দাবি, খুন করা হয়েছে হান্নাকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলেও ব্যাপক চাপানউতোর তৈরি হয়েছে। সূত্রের খবর, রাত ১টা ২০ নাগাদ একটা তীব্র আওয়াজ পান এলাকার বাসিন্দারা। বাড়ি থেকে বেরিয়ে এসে তার দেহ দেখে সকলে সন্ত্রস্ত হয়ে ওঠেন। যদি খুন হয়ে থাকে তাহলে কে বা কারা তাকে খুন করলো এই নিয়ে গুঞ্জন তৈরী হয়েছে।

রাস্তায় তার দেহ দেখতে পেয়ে খবর দেওয়া হয় পুলিশে। শেষে টিটাগড় থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে। শুরু হয়েছে তদন্ত। সূত্রের খবর, এলাকার অটো ইউনিয়নও সামলাতো এই হান্নান। এলাকাতেও রীতিমতো তাঁর প্রভাব ছিল। তাই এ ঘটনার পিছনে রাজনীতির যোগ কতটা তা খুঁজে দেখছে পুলিশ। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। ইতিমধ্যেই এ ঘটনায় আটক তাঁর সঙ্গী অভিজিৎ নন্দীকে আটক করেছে পুলিশ। তাঁর কথায় অসঙ্গতি থাকাতেই পাকড়াও বলে জানা যাচ্ছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে নতুন কোনও সূত্র উঠে আসে কিনা এখন সেটাই দেখার।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ