Travonews.in

অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হতে চলেছে মমতার সাধের জগন্নাথ মন্দির

 

বহু প্রতীক্ষার পরে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে আগামী ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন। ৩০ এপ্রিল উদ্বোধনের পর এ বার থেকে দিঘাতেও শুরু হবে রথযাত্রা। দিঘার জগন্নাথ মন্দিরের জন্য ট্রাস্ট গঠন করা হয়েছে। এদিন ক্যাবিনেটের বৈঠকে ওই ট্রাস্ট পাশও করানো হয়। মন্দির ট্রাস্টের চেয়ারম্যান করা হয়েছে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে। ২৭ জনের কমিটিতে ইসকন, পুরীর জগন্নাথ মন্দির, দিঘার মাসির বাড়ি, কালীঘাট মন্দির, রামকৃষ্ণ মিশন-সহ একাধিক প্রতিষ্ঠানের একজন করে সদস্যকে রাখা হয়েছে। শীঘ্রই কালীঘাটের স্কাইওয়াকেরও উদ্বোধন হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, “আমি হাইড তুলতে চাই না। আমার নিজের যতটা ক্যাপাসিটি তার মধ্যে থেকেই আমি কাজ করতে চাই।” এ প্রসঙ্গ টেনে আনেন কুম্ভ মেলার কথাও। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যোগীবাবু হয়তো রেগে যাবেন, কিন্তু যেটা সত্যি সেটা তো আমাকে বলতেই হবে।”  সম্প্রতি কুম্ভমেলায় অমৃতস্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। কুম্ভমেলার ভিড়কে কেন্দ্র করে দিল্লি স্টেশনেও পদপিষ্টের ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রীর কথায়, শুধু স্নান করতে গিয়ে পদপিষ্ট নয় কুম্ভ মেলাকে কেন্দ্র করে একাধিক দুর্ঘটনায় বহু মানুষ মারা গেলেন, সকলে যেন ক্ষতিপূরণ পান সেটা সরকারের দেখা উচিত। মনে করিয়েছেন, গঙ্গাসাগরকে নিয়ে তাঁরা কী ধরনের ব্যবস্থা নেন।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ