Travonews.in

মহাকুম্ভকে ‘মৃত্যুকুম্ভ’ বলার প্রতিবাদে বিধানসভার বাইরে তীব্র প্রতিবাদ AVP-র

 

মহাকুম্ভর পরিস্থিতি যে ভালো নয়, তা সকলেই স্বীকার করবেন। সরকারি হিসাবে মোট ৫৩ কোটি মানুষ ত্রিবেণী সঙ্গমে স্নান করবেন। ইতিমধ্যে প্রায় ৫০ কোটি মানুষের স্নান করা হয়ে গেছে। কিন্তু বিপত্তি কম হয় নি, হয়েছে বহু মানুষের মৃত্যু। সেই পরিস্থিতিতেই মহাকুম্ভকে মুখ্যমন্ত্রী বিধানসভায় ‘মৃত্যুকুম্ভ’ বলে উস্মা প্রকাশ করেন। আর তার পরেই শুরু হয় বিতর্ক। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি তাঁদের। বস্তুত, মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মত্যুকুম্ভ বলেছিলেন। তারই প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন এবিভিপি সমর্থকরা। দিন বিধানসভার দু’নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখান এবিভিপি সমর্থকরা। মূলত, এই গেট দিয়েই বিধানসভার ভিতরে প্রবেশ করেন অধ্যক্ষ থেকে মন্ত্রীরা। এই গেটের সামনেই আচমকাই হাজির হন এবিভিপি সমর্থকরা। প্রায় জনা পনেরো কর্মীকে সামলাতে বেগ পেতে হয় পুলিশকে।

পরবর্তীতে এবিভিপি সমর্থকদের তোলা হয় প্রিজন ভ্যানে। নিয়ে যাওয়া হয় লালবাজারে। তবে শুধু এবিভিপি সমর্থকরাই নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকুম্ভ নিয়ে মন্তব্যের প্রতিবাদ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানও। তিনি বলেছেন, “সনাতন ধর্মের অপমান করা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বভাবে দাঁড়িয়ে গিয়েছে। ভারতীয় সংস্কৃতি আজকের নয়। হাজারো বছর ধরে গঙ্গার জলের মতো ভারতীয় সংস্কৃতি প্রবাহিত হয়ে আসছে। যাঁরা সনাতন ধর্মের দিকে আঙুল তোলেন, তাঁরা নিজেরাই নিজেদের লোকসান করছেন।” AVP মনে করে, মুখ্যমন্ত্রী বার বার মুসলিম তোষণ করতে গিয়ে আঘাত করচ্ছে হিন্দু ধৰ্মীয় সংস্কৃতিকে।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ