Travonews.in

ফিরহাদ হাকিমকে বিজেপিতে আমন্ত্রণ – দাবি মেয়রের

 

এই মুহূর্তে দলে কিছুটা কোনঠাসা মমতার অনুগত সৈনিক ফিরহাদ হাকিম। তৃণমূলের আদি ও নব্যের সংঘাতে ফিরহাদ কিছুটা ব্রাত্য হয়ে পড়েছেন দলের অভ্যান্তরে। এদিন খোশমেজাজে সাংবাদিকদের প্রশ্নর উত্তর দিতে গিয়ে তিনি হঠাৎ বলেন, ‘একটা ফোন এসেছিল আমার কাছে। বলল বিজেপির সদস্য হবেন? তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমি বললাম, আমি বিজেপির বিরুদ্ধের লোক। বলে ফোনটা ছেড়ে দিলাম।’ যদিও কার ফোন? কোন নম্বর থেকে ফোন এসেছিলো সেই প্রশ্নর উত্তর তিনি এড়িয়ে যান।

স্বাভাবিক কারণেই মেয়েরের এই মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক তৈরী হয়েছে দলের মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বস্ত বৃত্তের অন্যতম সদস্যকে সম্প্রতি নানা হামলা সামলাতে হচ্ছে দলের ভিতর থেকেই। তারই মধ্যে ফিরহাদের প্রকাশ্য স্বীকারোক্তিতে প্রশ্ন উঠছে, তবে কি তাঁর কাছে বিজেপিতে যোগদানের রাস্তা খোলা রয়েছে বলে দলের একাংশকে বার্তা দিতে চাইলেন ফিরহাদ। যদিও বিজেপি এই কথা অস্বীকার করেছে। তাদের বক্তব্য, বিজেপির সদস্য পদ গ্রহণের জন্য সকলকেই ফোন করা হচ্ছে। সেই সূত্রে কোনো উৎসাহী সদস্য তাকে ফোন করতে পারে। বিষয়টাকে মোটেই গুরুত্ব দিতে চাইছে না বিজেপি।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ