Travonews.in

কেজরিওয়ালের সরকারি আবাসকে ‘পাপের শিশমহল’ বলে কটাক্ষ বিজেপির

 

ইতিমধ্যে উপ-রাজ্যপালকে চিঠি দিয়ে বিজেপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ওই বাড়িতে থাকবেন না বিজেপির মুখ্যমন্ত্রী। কারণ ওটা পাপের শিশমহল। চিঠিতে বীরেন্দ্র জানিয়েছেন, সরকারের আরও চারটি বাড়ির জমির ‘দখল’ নিয়ে ৬ নম্বর ফ্ল্যাগস্টাফ রোডের বাংলোর সঙ্গে মিলিয়ে অরবিন্দ কেজরিওয়াল শিশমহল তৈরি করেন। সেগুলিকে আবার পুরনো অবস্থায় ফিরিয়ে আনা হোক। ৬ নম্বর ফ্ল্যাগস্টাফ রোডের বাংলো কী কাজে ব্যবহার করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেবে নতুন সরকার। বর্তমানে ওই বাংলো আবগারি দুর্নীতি মামলায় তদন্তকারীদের নজরে। তাই সেখানে নতুন মুখ্যমন্ত্রী থাকবেন না।

বিজেপির অভিযোগ,এই আবাসনকে সাজিয়ে তুলতে কোটি কোটি টাকা নয়ছয় করেছেন ‘আম আদমি’ কেজরিওয়াল। খোদ প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ‘করোনাকালে গোটা দেশ যখন মৃত্যুর সঙ্গে লড়ছে তখন শিশমহল বানাচ্ছিলেন কেজরি। অথচ ক্ষমতায় আসার আগে উনি বলেছিলেন সরকারি বাংলো নেবেন না।’ শিশমহল বিরোধী বিপুল প্রচারের পর ক্ষমতায় এসে বিজেপির মুখ্যমন্ত্রী যদি সেখানে থাকতে শুরু করেন তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়বে গেরুয়া শিবিরের ভাবমূর্তি। অভিযোগ, মুখ্যমন্ত্রীর ওই বাসভবন আগে ১০ হাজার বর্গমিটারের কম জমিতে তৈরি হয়েছিল। বেআইনিভাবে তা পুনর্নির্মাণ করে ৫০ হাজার বর্গমিটারের বিলাসবহুল আবাসনে পরিণত করা হয়েছে। এক্ষেত্রে কোন কোন জমি ব্যবহার করা হয়েছে তাও বিশদে তুলে ধরেছেন বিজেপি সভাপতি। স্বাভাবিক কারণেই এখন অনেকটাই ব্যাকফুটে কেজরিওয়াল।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ