
ভোট শুরু হতেই দিল্লির ভোটের বাজার গরম হয়ে উঠেছে। আর নির্বাচন শুরুর আগেই বড়ো সংবাদ ছড়িয়ে পড়লো বাতাসে। খোদ মুখ্যমন্ত্রী অতিশী মারলেনার অফিস(Office) থেকে বিপুল নগদ-সহ গ্রেপ্তার করা হল ২ জনকে। অভিযুক্তদের একজন অতিশীর ব্যক্তিগত সহকারি বলে জানা যাচ্ছে। এবং দ্বিতীয়জন গাড়ি চালক। নির্বাচন কমিশনের(Commission) তরফে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া দুই জনের কাছ ৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, এই ঘটনা কি সত্যি, নাকি ষড়যন্ত্র!
আরও পড়ুন
Three-Way Battle Begins in Delhi:দিল্লিতে শুরু ত্রিমুখী লড়াই
তবে দিল্লি পুলিশের পক্ষ থেকে এই নিয়ে প্রেসমিট করা হয়েছে। দিল্লির পুলিশের ডেপুটি কমিশনার রবি কুমার সিং জানান, গৌরব(Gourab) ও অজিত(Ajit) নামে মুখ্যমন্ত্রী অফিসের ওই দুই কর্মচারী বিপুল নগদ টাকা-সহ মুখ্যমন্ত্রীর অফিসে রয়েছেন। এই খবর পেয়ে তল্লাশি অভিযানে নামে পুলিশ। টাকা-সহ গ্রেপ্তার করা হয়েছে দুজনকেই। তবে এই টাকার সঙ্গে ভোটের কোনো সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।