Travonews.in

Two Delhi CM Officers Arrested with Huge Amount of Cash:বিপুল টাকা সহ গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রীর দুই অফিসার

বিপুল টাকা সহ গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রীর দুই অফিসার
বিপুল টাকা সহ গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রীর দুই অফিসার

ভোট শুরু হতেই দিল্লির ভোটের বাজার গরম হয়ে উঠেছে। আর নির্বাচন শুরুর আগেই বড়ো সংবাদ ছড়িয়ে পড়লো বাতাসে। খোদ মুখ্যমন্ত্রী অতিশী মারলেনার অফিস(Office) থেকে বিপুল নগদ-সহ গ্রেপ্তার করা হল ২ জনকে। অভিযুক্তদের একজন অতিশীর ব্যক্তিগত সহকারি বলে জানা যাচ্ছে। এবং দ্বিতীয়জন গাড়ি চালক। নির্বাচন কমিশনের(Commission) তরফে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া দুই জনের কাছ ৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, এই ঘটনা কি সত্যি, নাকি ষড়যন্ত্র!

আরও পড়ুন

 

Three-Way Battle Begins in Delhi:দিল্লিতে শুরু ত্রিমুখী লড়াই

 

তবে দিল্লি পুলিশের পক্ষ থেকে এই নিয়ে প্রেসমিট করা হয়েছে। দিল্লির পুলিশের ডেপুটি কমিশনার রবি কুমার সিং জানান, গৌরব(Gourab)অজিত(Ajit) নামে মুখ্যমন্ত্রী অফিসের ওই দুই কর্মচারী বিপুল নগদ টাকা-সহ মুখ্যমন্ত্রীর অফিসে রয়েছেন। এই খবর পেয়ে তল্লাশি অভিযানে নামে পুলিশ। টাকা-সহ গ্রেপ্তার করা হয়েছে দুজনকেই। তবে এই টাকার সঙ্গে ভোটের কোনো সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

#গৌরব #অজিত #অফিস #কমিশন

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ