Travonews.in

মহাকুম্ভে নাকি হাজার মানুষের মৃত্যু হয়েছে – দাবি ফিরহাদের

 

রাজ্যের দায়িত্বশীল মন্ত্রী যখন এই ধরনে মন্তব্য করেন, তখন তা হয়ে ওঠে অফবিট নিউজ। মৌনী অমাবস্যায় এক মর্মান্তিক দুর্ঘটনায় মহাকুম্ভতে বহু মানুষের মৃত্যু হয়েছে। সেই মৃত ও আহতের সংখ্যা নিয়ে কিছু বিতর্ক আছে তা ঠিক। তাই বলে ৩০কে হাজার করে দেওয়া কোনো রাজনৈতিক নেতার শোভা পায় না। উত্তর প্রদেশ সরকারের দেওয়া তথ্য বলছে, ঘটনায় মৃতের সংখ্যা ৩০। আহতের সংখ্যা ষাট। তবে সে কথা মানতে নারাজ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর দাবি, মহাকুম্ভে নাকি হাজার মানুষের মৃত্যু হয়েছে। তবে সেই তথ্য সরকার প্রকাশ্যে আনছে না। প্রসঙ্গত, এ দিন অযোধ্যায় এক দলিত তরুণীকে খুন ও ধর্ষণের অভিযোগ ওঠে। নালা থেকে মেলে তাঁর দেহ। মেয়েটির চোখ উপড়ে নেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে।

সেই ঘটনা নিয়েই মুখ খুলেছিলেন কলকাতার মহানাগরিক। এই নিয়ে নিন্দায় সরব তৃণমূল। এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ববি হাকিম বলেন, “অযোধ্যায় এমন তৈরি করেছিল যেন মনে হচ্ছিল আসল ধর্মের জায়গা। সেখানে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়।” ফিরহাদের কথায়, যোগী সরকার মানেই বড় বড় কথা। প্রচার আর গায়ের জোর। এটা কোনও সরকার নয়। তাঁর এও অভিযোগ আসল তথ্য লোকানো হয় সেখানে। এরপরই ফিরহাদ বলেন, “আমার কাছে অসমর্থিত সূত্রের মাধ্যমে রিপোর্ট আছে, কুম্ভতে কয়েক হাজার মানুষ মারা গিয়েছে। যাঁরা ওখান থেকে আসছেন, তাঁরা বলছেন তিরিশ, চল্লিশ বা একশো জন নয়। হাজারের উপর মানুষ মারা গিয়েছে।” এর পড়ে আর কোনো প্ররিক্রিয়াই দেওয়া যায় না।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ