প্রায় বিনা মেঘে বজ্রপাতের মতো আয়কর(Income Tax) নিয়ে বিরাট ঘোষণা অর্থমন্ত্রীর। আগে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর(Income Tax) দিতে হত না। এবার সেই সীমা বাড়িয়ে ১২ লক্ষ টাকা করা হল। অর্থাৎ ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না আয়কর(Income Tax)। ১২ লক্ষ টাকার অতিরিক্ত হলেই আয়কর।
আরও পড়ুন
Prices Reduced Significantly, Bringing Relief To The Middle Class:বেশ কিছুটা দাম কমিয়ে স্বস্তি মধ্যবিত্তের
নতুন আয়কর কাঠামো হলো –
০ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- কোনও কর নেই।
৪ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- ৫ শতাংশ আয়কর(Income Tax)।
৮ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- ১০ শতাংশ আয়কর(Income Tax)।
১৬ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- ২০ শতাংশ আয়কর(Income Tax)।
২০ থেকে ২৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- ২৫ শতাংশ আয়কর(Income Tax)।
২৪ লক্ষ টাকার উপরে আয়ে- ৩০ শতাংশ আয়কর(Income Tax)।