Travonews.in

This Time, Minister Shovandeb Speaks Out Against:এবার আর জি কর কাণ্ডে নির্যাতিতার মা-বাবার বিরুদ্ধে মুখ খুললেন মন্ত্রী শোভনদেব

এবার আর জি কর কাণ্ডে নির্যাতিতার মা-বাবার বিরুদ্ধে মুখ খুললেন মন্ত্রী শোভনদেব
এবার আর জি কর কাণ্ডে নির্যাতিতার মা-বাবার বিরুদ্ধে মুখ খুললেন মন্ত্রী শোভনদেব

তিলোত্তমা কাণ্ডে শিয়ালদা আদালত অভিযুক্ত সঞ্জয়কে ফাঁসি দেয় নি কেন? বিতর্কের সূত্রপাত এখন থেকেই। রাজ্য ও সি বি আই(CBI) তার মৃত্যুর পক্ষে আদালতে আপিল করে। অন্যদিকে প্রথমে মৃত্যু দন্ড চেয়েও পড়ে সেই দাবি থেকে সরে আসেন তিলোত্তমার মা ও বাবা। আর তারপরেই তাঁদের প্রতি তীব্র আক্রমন করেন ফিরহাজ হাকিম(Firhad Hakim), কুনাল ঘোষ(Kunal Ghosh), মদন মিত্র(Madan Mitra)। আর এবার সেই পথেই মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়(Sovondeb Chattopadhyay)। মঙ্গলবার বিধানসভায় তিনি অভিযোগ করেন, ‘নির্যাতিতার বাবা-মা সিপিএমের(CPM) দ্বারা পরিচালিত হচ্ছেন৷’ ২০২৬ বিধানসভা ভোটকে সামনে রেখেই বামেরা এই কৌশল নিয়েছে বলেও দাবি করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী৷

আরও পড়ুন

 

Tragic Death at Mahakumbh – Mamata Banerjee Expresses Grief:মহাকুম্ভতে মর্মান্তিক মৃত্যু – দুঃখ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

 

সেখানেই থামেন নি তিনি। তিনি আক্রমন করেছেন জুনিয়র ডাক্তারদেরও(Junior Doctor)। তিনি বলেন, চিকিৎসকদের আন্দোলন অনৈতিক ছিল৷ সরকারের থেকে বেতন নিয়ে চিকিৎসকরা সরকারের বিরুদ্ধেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন বলেও কটাক্ষ করেছেন শোভনদেব(Sovondeb)৷ একা শোভনদেব চট্টোপাধ্যায়(Sovondeb Chattopadhyay) নয়, গতকাল মধ্যমগ্রামের(Madhaymgram) একটি অনুষ্ঠানে গিয়ে নির্যাতিতা চিকিৎসকের মা-বাবার বক্তব্যকে গুরুত্বহীন বলে দাবি করেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়(Sougoto Ray)৷ তাঁর কথায়, ‘ওদের বক্তব্যকে আমি গুরুত্ব দিতে চাই না৷ ওনাদের মেয়ে মারা গিয়েছেন, তাই ওনাদের প্রতি আমার সহানুভূতি আছে৷ কিন্তু ওঁরা তো ঠিক করবেন না কে মুখ্যমন্ত্রী থাকবেন, কে থাকবেন না৷ পরিবারের কথার গুরুত্ব শুধু সংবাদমাধ্যমের কাছে আছে, আর কারও কাছে গুরুত্ব নেই৷’ স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে, তিলোত্তমার মা-বাবার প্রতি কী আরও একটু সৌজন্য দেখানো উচিত ছিল না তৃণমূল নেতৃত্বের!!

#সি বি আই  #জুনিয়র ডাক্তারদের #শোভনদেব চট্টোপাধ্যায় #মদন মিত্র

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ