
এখন তো কিঞ্জলের(Kinjal) অবস্থা অনেকটা ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’র মতো। তিনি ডাক্তার আবার অভিনেতা। আর জি কর(RG KAR) কান্ড নিয়ে তিনি ছিলেন জুনিয়র ডাক্তারদের(Junior Doctor) একটা অন্যতম মুখ। কিন্তু এবার পরেছেন বিপদে। কিঞ্জলের(Kinjal) দিকে আঙুল তুলেছিলেন তৃণমূল ঘনিষ্ঠ নেতারা। বিশেষ করে আর জি কর(RG KAR) ঘটনাকে সামনে রেখে তিনি ‘জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করছেন’, এমন দাবিও তোলা হয়। প্রশ্ন উঠতে থাকে, যেখানে পিজিটিদের(PGT) কাজের চাপে নাভিশ্বাস ওঠার মতো অবস্থা হয়, সেখানে কীভাবে ডিউটি(Duty) সামলে ছবি বা সিরিজ(Series) বা বিজ্ঞাপনের শ্যুটিং করছেন তিনি। আর এবার তো কিঞ্জলের(Kinjal) নিয়ে প্রশ্ন তুলল রাজ্য মেডিকেল কাউন্সিল(Medical Council)। জানা গিয়েছে যে, আর জি কর(RG KAR) অধ্যক্ষকে চিঠি পাঠানো হয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল(Medical Council) থেকে। আর সেই চিঠির মাধ্যমে জানতে চাওয়া হয়েছে, ‘কতদিন ছুটি নিয়েছেন কিঞ্জল? নিয়ম মেনে নিয়েছিলেন?’ এখানেই শেষ নয়, আরো নানাভাবেকিঞ্জলের(Kinjal) বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন
The State Does Not Want To Reveal The Names Of High-Profile Accused:’হাই প্রোফাইল অভিযুক্তদের নাম সামনে আনতে চায় না রাজ্য’ – সঞ্জয়ের ফাঁসি প্রসঙ্গে সঞ্জয়ের নতুন আইনজীবী যশ জালান
আর জি কর(RG KAR) মেডিকেল ((Medical) PGT হিসেবে কত স্টাইপেন্ড(Stipend) পান, বিজ্ঞাপন ও সিনেমায় অভিনয় করতে যাওয়ার আগে অনুমতি নেন কি না, তা নিয়েও প্রশ্নতোলা হয়েছে। সেই চিঠিতে জানতে চাওয়া হয়, ‘বিভাগ, কলেজ, স্বাস্থ্য দফতর থেকে অনুমতি নেওয়া হয়েছিল ? PGT হিসেবে ৮০ শতাংশ উপস্থিতি আছে তাঁর ?’ কদিন আগেই একটি বিজ্ঞাপনের মুখ হিসেবে সামনে আসেন কিঞ্জল নন্দ। শুধু তাই নয়, আর জি কর(RG KAR) আন্দোলনের মাঝেই নিজের পরবর্তী সিনেমা ‘ডু নট ডিস্টার্ব’র(Do Not Distrub) ঘোষণা করেন। আর তারপর থেকেই শুরু হয় বিতর্কের কালো মেঘ। সোশ্যাল মিডিয়ায়(Social Media) তাঁর সবকটি পোস্টে(Post) এসে ‘কুৎসা-মূলক’ মন্তব্য পড়তে থাকে। এমনকী, এই বিতর্ক জড়িয়ে পড়েন বাংলার এক নামী মহিলা সাংবাদিক, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষরাও(Kunal Ghosh)। এমনকী আর জি কর(RG KAR) আন্দোলন চলার সময়, পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়(Aniket Chattopadhyay) দাবি করে বসেন, জুনিয়র ডাক্তারদের(Junior Doctor) প্রতিবাদী মুখ প্রাইভেট কলেজে(Private Collage) কোটি টাকা দিয়ে ডাক্তারি পড়েছেন। কারুর নাম না নিলেও নিন্দকদের ধারণা কিঞ্জল নন্দকে(Kinjal Nanda) বিদ্রুপ করেই ছিল অনিকেতের ওই স্টেটাস(Status)। এখন দেখার তিনি কিভাবে এই প্রশ্নের উত্তর দেন।
#কিঞ্জল নন্দ #পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় #আর জি কর #ডু নট ডিস্টার্ব’