
সোমবার সঞ্জয়ের(Sanjay) হয়ে সওয়াল করবেন একজন নতুন আইনজীবী যশ জালান(Yash Jalan)।
তাঁর হয়ে সওয়ালের পক্ষে ওকালতনামায় সঞ্জয়(Sanjay) সই না করলেও হাইকোর্ট(High Court) তাঁকে সওয়ালের অনুমতি দিয়েছে বলে জানালেন যশ জালান(Yash Jalan)। আর তিলোত্তমাকাণ্ডে দোষী সাব্যস্তর হয়ে সওয়ালের আগেই তাঁর বিস্ফোরক অভিযোগ, এই মামলায় তিন জনের নাম সামনেই আসেনি। অন্যদের সামনে এসে গেলে সমস্যা বাড়বে, সেজন্য রাজ্য তড়িঘড়ি সঞ্জয়ের(Sanjay) ফাঁসি দিতে চায় বলে তাঁর অভিযোগ। নতুন আইনজীবী যশ জালান বলেন, “নিম্ন আদালতে ট্রায়াল(Trial) অনেক দ্রুত করা হয়েছে। এই মামলার মধ্যে তিনজন রয়েছেন, যাঁদের ক্রস এক্সামিনেশন(Cross Examination) করা হয়নি। তাঁদের নামও উল্লেখ করা হয়নি। সেই নামগুলো সামনে আসা দরকার।’ তিনি স্পষ্ট করেই বলেছেন, এই কাণ্ডে অনেক উচ্চ স্তরের মানুষেরা যুক্ত। সেই কারণেই সঞ্জয়কে দ্রুত ফাঁসি দিতে চাইছে রাজ্য।.
আরও পড়ুন
Actor Kinjal in Trouble After Speaking Out About RG:আর জি কর কান্ড নিয়ে মুখ খোলায় বিপদে পরেছেন ডাক্তার অভিনেতা কিঞ্জল
যশ জালান(Yash Jalan) সঞ্জয়ের প্রসঙ্গে প্রচুর প্রশ্ন তোলেন। তিনি বলেন, সেই প্রশ্নর উত্তর পাওয়ার আগেই তার ফাঁসি হওয়া মানে বিচার প্রক্রিয়ায় ফাঁক থেকে গেলো। তিনি শনিবার বলেন, ”সঞ্জয় রায়ের জন্য রাজ্যের তরফে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি(District Legal Authority) (ডিএলএসএ)(DLSA) নিয়োগ করা হয়। (ডিএলএসএ)(DLSA)-ও তাঁদের নাম আনতে চায়নি। কারণ, তারা রাজ্যের অধীনস্থ।” তিনি প্রকাশ্যে ভয়ঙ্কর অভিযোগ করে বলেন, “প্রেসিডেন্সি জেলে ২ বার দেখা করতে গিয়েছি। ওকালতনামায় সই করতে দেয়নি। আমার সামনেই সঞ্জয়কে সাদা কাগজে সই করতে বলে। আমি বাধা দিই। সঞ্জয়কেও বলি, আইনজীবীর সঙ্গে কোনও কথা না বলে সাদা কাগজে সই করবেন না।সোমবার কলকাতা হাইকোর্ট(High Court) রাজ্যের আবেদনের শুনানি রয়েছে। রাজ্যের মামলা গ্রহণযোগ্য কি না, সেই শুনানি হবে। সেখানে সঞ্জয়ের হয়ে সওয়াল করবেন যশ জালান(Yash Jalan) ।
#সঞ্জয় #আইনজীবী যশ জালান #হাইকোর্ট #ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি(