Travonews.in

The State Received A Significant Amount Of Money:বাজেটের আগেই কেন্দ্রের কাছ থেকে অনেক টাকা পেলো রাজ্য

বাজেটের আগেই কেন্দ্রের কাছ থেকে অনেক টাকা পেলো রাজ্য
বাজেটের আগেই কেন্দ্রের কাছ থেকে অনেক টাকা পেলো রাজ্য

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে গত কয়েক বছর ধরেই কেন্দ্র ও রাজ্যের প্রায় যুদ্ধ চলেছে। রাজ্য বলছে কেন্দ্র বকেয়া টাকা দিচ্ছে না আর কেন্দ্র বলছে আগের টাকার হিসাব না দিলে পরবর্তী টাকা দেওয়া যাবে না। ঠিক এই পরিস্থিতিতে আর বাজেটের(Budget) আগে কেন্দ্র বাংলার জন্য বিস্তর টাকা বরাদ্দ করলো। জানা গিয়েছে, কেন্দ্র সরকারের তরফে কর বাবদ পশ্চিমবঙ্গকে ১৩ হাজার ১৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি(February) কেন্দ্রীয় বাজেট (Union Budget 2025) পেশ হবে। তার আগে এই অর্থ বরাদ্দ করা হয়েছে। কেন্দ্র জানিয়েছে, এবারের মোট বরাদ্দের পরিমাণ ১ লক্ষ ৭০ হাজার ৩০ কোটি টাকা। এই টাকা রাজ্যগুলিকে উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে জানিয়েছে মোদি(Modi) সরকার। কেন্দ্রের এই টাকায় বাংলার সমস্যা যে অনেকটা মিটবে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন

Theft at Digha’s Jagannath Temple:দিঘার জগন্নাথ মন্দিরে চুরি

 

যদিও রাজ্যের অভিযোগ এই টাকা তাদের পাওনা টাকা। কিন্তু অন্যান্য বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প থেকে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, “আবাস যোজনায় বাংলা এক নম্বর(Number) হলেও টাকা দেওয়া হয়নি। তিন বছর ধরে বাংলার গরিব মানুষ বঞ্চিত। ১০০ দিনের টাকা আমরা নিজেদের থেকেই দিয়েছি।” রাজ্যের জনকল্যাণমূলক কাজ এবং পরিকাঠামো উন্নয়নে বিপুল অর্থ প্রয়োজন। কর বাবদ কেন্দ্র থেকে প্রাপ্ত অর্থ কিছুটা স্বস্তি অবশ্যই এনেছে।

#বাজেট #মোদি #কেন্দ্রীয় বাজেট #পশ্চিমবঙ্গ

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ