Travonews.in

জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভের দিন বাড়ানো হলো

 

যেই কারণে জুনিয়র চিকিৎসকেরা আবার অবস্থান বিক্ষোভে বসেছেন, সেই বিষয়টা কতটা কি হবে তা নিয়ে অবশ্য সংশয় আছে নাগরিক মহলে। তৎসত্ত্বেও জুনিয়র চিকিৎসকেরা আন্দোলন চালিয়ে যেতে চান। আর জি কর ইস্যুতে ধর্মতলায় আরও পাঁচদিন অবস্থান বিক্ষোভ চালানোর অনুমতি দিলেন বিচারপতি বিশ্বাস। তবে মানতে হবে বেশ কিছু শর্ত। আর জি কর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল জামিন পেতেই ফের ধরনার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। ১৮ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ধর্মতলায় ধরনার অনুমতি চেয়ে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস চিঠি দিয়েছিল কলকাতার পুলিশ কমিশনারকে। তাতে অনুমতি মেলেনি। পরে আদালতের কাছ থেকেই তারা অনুমতি পান।

এবার সেই অবস্থান বিক্ষোভের দিন তারা বাড়াতে চেয়ে আবার আদালতে যায়। ২৬ ডিসেম্বর পর্যন্ত ধরনার অনুমতি ছিলই। পরবর্তীতে ধরনার সময়সীমা বাড়ানোর আর্জি নিয়ে কমিশনারের দ্বারস্থ হন আন্দোলনকারী চিকিৎসকরা। অনুমতি না মেলায় ফের যান আদালতে। বৃহস্পতিবার শর্ত সাপেক্ষে চিকিৎসকদের অবস্থানের মেয়াদ আরও পাঁচ দিন বাড়ানোর নির্দেশ দিল আদালত। বিচারপতি বিশ্বাস জানিয়েছেন, আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত অবস্থান বিক্ষোভ চালাতে পারবেন আন্দোলনকারী চিকিৎসকরা। তবে সেক্ষেত্রে সকাল ১০ টা থেকে রাত নটা পর্যন্ত অবস্থান মঞ্চে থাকতে পারবেন তাঁরা। এবারের তাদের আন্দোলনের মূল কেন্দ্র সিবিআই। কিন্তু আদালত ইতিমধ্যে সিবিআই-এর অগ্রগতিতে আস্থা প্রকাশ করেছে। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে, এই আন্দোলন কতটা সফল হবে।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ