এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় ছায়া সঙ্গী ও প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমান তৃণমূল বিধায়ক জ্যোতিপ্ৰিয় মল্লিককে সম্পূর্ণ জড়িয়ে ফেলেছে ইডি। আগের দিন আদালতে ইডির পক্ষ থেকে জ্যোতিপ্ৰিয় সম্পর্কে বলা হয়েছিল যে তিনি দুর্নীতির গঙ্গাসাগর। এবার তাকে আরও জড়িয়ে ফেলছে ইডি। ইডি সূত্রে জানা যাচ্ছে, হেফাজতে জ্যোতিপ্রিয় মল্লিককে বারবার জেরা করে এই তিন চালকল মালিক সম্পর্কে তথ্য মেলে। আরও জানা যায়, প্রাক্তন মন্ত্রীর সঙ্গে যোগসাজশে বছরের পর বছর ধরে এখান থেকে বেআইনি উপায়ে রেশন সামগ্রী বিক্রি করা হতো। যার মুনাফা লুটতেন এই তিনজন। তাঁদের চালকলে তল্লাশি চালিয়ে ইডি বেশ কিছু নথি উদ্ধার করে। তার ভিত্তিতে এই তিনজনকে সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে, ইডি দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল। গভীর রাত পর্যন্ত তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তদন্তকারীদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে না পারায় তাঁদের গ্রেপ্তার করে ইডি।
জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান, তৃণমূল নেতা শংকর আঢ্যর জামিন মিলেছে। জ্যোতিপ্রিয় মল্লিকও বারবার জামিনের আবেদন জানিয়েছেন। তবে এই দুর্নীতিতে ইডি তাঁকেই ‘রিং মাস্টার’ বলে অভিহিত করেছে। ইডির ধারণা রেশন বণ্টন দুর্নীতির শিকড় অনেক গভীরে এবং তার নেপথ্যে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকই। এবার রেশন দুর্নীতি মামলার জাল গুটিয়ে আনতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।